প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ইকুরিয়ামে রঙিন মাছ হয়ে ঘুরছেন বাঙালির চেতনায়, বোধে
শাফিক আফতাব
(আবদুল মান্নান সৈয়দের মৃত্যুবাষির্কীতে শ্রদ্ধা জানিয়ে)
দীর্ঘাকৃতির মানুষটি একটি লম্বা ডাইরি, রবি ঠাকুরের মোটা একটি বই
বগলে চেপে আনত মস্তকে ক্লাসে ঢোকেন__
মনে হয় নিত্যই তিনি শ্বশুরবাড়ির দ্বার টপকাচ্ছেন __ কী আজেবাজে পড়ান !
সিলেবাসের ধার ধারেন না, পরীক্ষার নাগের ডগায়, ইম্পরটেন্ড দাগান না,
শুধু মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ__মোহিতলাল প্রমুখ ;
(জসীম নেই)
আমরা এসবের কী বুঝি ?
আমাদের পরীক্ষায় পাশ দরকার, ক্লাশ দরকার।
সেই অখ্যাত শিক্ষক___যখন চলেন গেছেন হাওয়ায় উড়ে
নীলনীল দেশের নীলিমায়।
তখন বুঝলাম তিনি সিলেবাসের অধিক এক বিশাল সিলেবাস
তিনি কবিদের উর্ধ্বে অতিকবি। তিনি জীবনানন্দের ঢোলা পাঞ্জাবীর পকেটে ঢুকে চলে গেছেন
কাচঘরে__ইকুরিয়ামে রঙিন মাছ হয়ে ঘুরছেন বাঙালির চেতনায়, বোধে__ সাহিত্যবোদ্ধাদের বিতর্কের টীকাভাষ্যে।
০৫.০৯.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।