আমাদের কথা খুঁজে নিন

   

বন-ফায়ার

রিজওয়ানুল ইসলাম রুদ্র

বন-ফায়ার রিজওয়ানুল ইসলাম রুদ্র এত মৃত্যুর পরও ঈশ্বরের সাথে আমাদের ঘুমোতে হয় নক্ষত্রের বনে; তুলসী আর আফিমের জঙ্গলে, হ্রদের এপাশে রক্তাক্ত ফিলিস্তিন! পানিতে ভাসছে ইসরায়েলি শিশুর লাশ... রক্তে রঞ্জিত ছত্রপতি শিবাজি স্টেশন, হোটেল তাজ; বাতাসে বুনো বৃষ্টির গন্ধ, পাথরের উপত্যকায় নিজের কফিন খুঁড়ছে আফগানিস্তানি যুবক, নিহত নেশায় ডুবে আছে তার ধর্মান্ধ চোখ! এখনো ঈশ্বরের শুভ্র আয়নায় দেখি---উনিশ শ একাত্তর, ২৫ মার্চ-কালোরাত, যে রাতের উৎস ছিলো গাঢ় অন্ধকার... এত ধ্বংসের পরও ইতিহাস খুঁজে যেতে হয়, সেই পুরনো ঈশ্বরের সাথে, স্রস্তপদে, ঘুম আর নগ্নতার বনে এত দ্রোহের পর, এত অন্ধকার রাতের শোকার্ত মিছিলের ডাকে, অবাধ্য কুকুরের মতো নিজের উঠোনে জ্বালিয়ে রাখতেই হয়; প্রতিশোধের সোনালি আগুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।