আমাদের কথা খুঁজে নিন

   

বছরজোড়া মন্দার পূর্বাভাস : ফ্যাসিবাদের শংকা

ভাবনার কথা

চীনা জ্যোতিষি গুনে গুনে বলে দিয়েছেন- ২০০৯ এর মধ্যে অর্থনৈতিক সংকট কাটার কোন লক্ষণ নেই। বড়জোর স্থিতিশীল রাখার চেষ্টা করা যেতে পারে। ভাবনার বিষয়! জ্যোতিষির কথা না হয় অবিশ্বাসের জোরে ছেড়েই দিলাম, কিন্তু বড় বড় অর্থনীতিবিদদেরও যে সেরকমটাই মতামত। এ কয়দিন আগে বিশ্বব্যাংক আর আমাদের সরকারের মধ্যে ঝগড়া হয়ে গেল। বিশ্বব্যাংক বলছে- বাংলাদেশ অচিরেই আরও ভয়ংকর সংকটে পড়বে।

আর সরকার শুনে ফোঁস করে উঠে বলল- না, ককখনও নয়। বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দার ভবিষ্যদ্বানীর মধ্যে দেশে নতুন সরকার। যে যাই বলুক- সারা পৃথিবীতে সংকট চলতে থাকলে তার ঢেউ এখানে কোন না কোন ভাবে লাগবেই। তার প্রভাব পড়বে দ্রব্যমূল্য-বেকারত্ব-মূল্যস্ফীতি-জ্বালানিসহ সব কিছুতেই। জনগণের প্রত্যাশা-প্রাপ্তির ব্যবধান ঘটে যাওয়াটা অস্বাভাবিক হবে না।

ভয়টা সেখানেই। নতুন সরকারের হাতে আবার একক সংখ্যাগরিষ্ঠতার সুবাদে অগাধ ক্ষমতা। আর জনগণ দীর্ঘদিন আন্দোলন না করার পরিবেশে অভ্যস্ত। সংকট মোকাবেলায় এখনই কার্যকর পরিকল্পনা না নিতে পারলে পরে নিজেদের অক্ষমতা ঢাকতে এ সরকারের ফ্যাসিবাদী হয়ে ওঠার সমস্ত বাস্তবতাই জ্বলজ্বল করছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.