বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু। আমরা অনেকেই জানি যে কণা-পদার্থবিদ্যায় Boson নামে একটি কণা রয়েছে। এবং এই 'Boson' কণাটির নামকরণ করা হয়েছে বাঙালি বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর সম্মানে।
বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু ছিলেন পদার্থবিদ; বিশেষ করে গাণিতিক পদার্থবিদ্যায় বুৎপত্তি অর্জন করেছিলেন তিনি, গবেষনা করেছিলেন quantum mechanics এর ওপর-যা Bose-Einstein statistics এর ভিতটি গড়ে উঠেছিল।
সত্যেন্দ্রনাথ বসু জন্ম কোলকাতায়। বাবার নাম সুরেন্দ্রনাথ বসু। সুরেন্দ্রনাথ বসু কাজ করতেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের প্রকৌশল বিভাগে। ১৮৯৪ সালের আজকের দিনে সত্যেন্দ্রনাথ বসুর জন্ম।
পড়াশোনা -প্রথমে হিন্দু স্কুল ও পরে কোলকাতা প্রেসিডেন্সী কলেজ। প্রেসিডেন্সী কলেজ থেকেই ১৯১৩ সালে গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতক হন। ১৯১৫ সালে মিশ্র গণিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে এম এ পাস করেন।
পড়াশোনা শেষ করে গবেষনা শুরু। সে সময় কোলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্টিত হয়েছে।
১৯১৫ সাল থেকে ড.মেঘনাদ সাহার সাহচার্যে মিশ্র গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে গবেষনা শুরু।
আমরা জানি, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমাদের অতীব সৌভাগ্য এই যে সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি দীর্ঘ ২৪ বছর ঐ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গবেষাণার গুরুত্ব সম্বন্ধে মোঃ মাহবুব মোর্শেদ লিখেছেন, His research on Theoretical Physics and X-ray Crystallography made him celebrity worldwide. In 1924, Bose published his celebrated article entitled 'Planks Law and the Light Quantum Hypothesis'.The great physicist Albert Einstein appraised the article and translated it into German language. He also made proper arrangements to focus the hypothesis to the scientists through publishing it in science journals. The hypothesis received a great attention and was highly appreciated by the scientists. It became famous to the scientists as 'Bose-Einstein Theory'. One kind of particle in atom has been named after his name as 'Boson'. Bose placed his name in the history of science by solving some of the complex mathematical equations of the theory of relativity. (বাংলাপিডিয়া)
১৯৪৫ সাল।
বসু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৯ সালে ভারত সরকার তাঁকে জাতীয় অধ্যাপক নিযুক্ত করেন। তিনি পদ্মভূষন পদকও লাভ করেছিলেন।
সত্যেন্দ্রনাথ বসু ছিলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথিকৃৎ। এ উদ্দেশ্যে তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদ গঠন করেছিলেন; নিয়মিত প্রকাশ করতেন বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘জ্ঞান ও বিজ্ঞান’।
সত্যেন্দ্রনাথ বসু মৃত্যুবরণ করেন ১৯৭৪ সালের ৪ ফেব্রুয়ারি।
আগেই বলেছি, ১৮৯৪ সালের আজকের দিনে সত্যেন্দ্রনাথ বসুর জন্ম।
শুভ জন্মদিন আচার্য।
তথ্যসূত্র:
১) বাংলাপিডিয়া।
http://banglapedia.search.com.bd/HT/B_0595.htm
২) উইকিপিডিয়া।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।