আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার কাঁধে আজ অনেক বোঝা

জিবন দিয়ে গেলাম কিন্তু মুক্ত করতে পারলাম না ।এখনও অন্যায় অবিচার চলছে ।আমার জিবন ফিরিয়ে দাও । আমি আবার এ আত্যাচারিদের বিরুদ্ধ যুদ্ধ করব ।

হাসিনার কাঁধে আজ অনেক বোঝা. বিজয়ের আনন্দে যেন ভুলে না যান ইসতিহারের কথা যে ইসতিহার আপনি দিয়েছেন জানিনা কি করে তা পূরন করবেন. স্বং বিধাতা ছাড়া এ ইসতিহার-এর ওয়াদা পূরন করা সম্ভব না. তবুও অনেক আশা বুকে নিয়ে আপনার কাছে অনুরোধ ২টি ওয়াদা অন্তত পূরন করবেন. ১. সন্ত্রাসকে দূর করবেন. ২. রাজাকারদের বিচার করবেন. কি করে চালের দাম আপনি ১৮ টাকায় নিয়ে আসবেন তা আমার জানা নেই. কি করে আপনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ হবে, তা ভেবে সকল মৃত বুদ্ধিজিবীরা আরেকবার পৃখিবাতে আসতে চাইছেন. কি করে আপনি আপনার এত ওয়াদা পূরন করবেন তার জন্য স্বং বিধাতা চিন্তত তবু আর যাই হোক এ ২টি কাজ করুন দেখবেন বাকি গুলো জনগন ক্ষমা করে দেবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.