কোনো বিভ্রান্তি সৃষ্টি হলে অনেকের সৃবিধে হয়,যে বিভ্রাšির মধ্যে ্ আমরা নেচেগেয়ে রাজাকারের বিচার বিচার করছি,এরই মধ্যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে জেল থেকে বেরিয়ে গেলো হলমার্ক। আমি মৃক্তিযোদ্ধার সন্তান, রাজাকারের বিচার ভোটের রাজনীতি হোক তা চাই না। সমস্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন নেচেগেয়ে রাজাকারের বিচারের ঢোল দেশব্যাপী যেভাবে বাজানোর আয়োজন,আমাদের মনে হয় আর কোন সমস্যা নেই। স্বাধীনতা অর্জনের মতো স্বাধীনতা রক্শা ও গুরুত্বপুর্ণ। সকল প্রজন্ম রাজাকারের বিচারের শ্লোগানে রাজপথে।
সকলই দেশপ্রেমিক। আয়োজকদের প্রতি আবেদন আমি মৃক্তিযোদ্ধার সন্তান আমিও যোগ দিতে চাই ,রাজাকারের বিচার ভোটের রাজনীতি হোক তা চাই না। নিবেদন- শ্লোগান হোক রাজাকার মুক্ত, ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে সে রকম স্বাধীন বাংলাদেশ চাই। সকল রাজনৈতিক দলগুলির গঠনতন্ত্রে অর্ন্তরভুক্ত করতে হবে যে, দেশপ্রেম নিয়ে দেশসেবার রাজনৈতিক কর্মী,নেতা,মন্ত্রী,এম পি,সকল জনপ্রতিনিধিরা একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের বেশী মালিক হতে পারবে না। আমাদের দেশপ্রেমিক উচু ধনী ব্যবসায়ীদের শপথ নিতে হবে,আমরা একটি নির্দিষ্ট পরিমানের সম্পদের অতিরিক্ত সম্পদ দিয়ে দেশের সকল নাগরিকের ভিক্ষুক মুক্ত,বেশ্যামুক্ত,বস্তি ফুটপাতে মাানুষ ঘুমাবেনা,সকল নাগরিকের দায়িত্ব রাষ্ট্র গ্রহন করবে নিরাপদ ঘর ও স্বাস্থ্য সম্মত জীবন পাবে এরকম ব্যবস্থা বাস্তবায়ন করবো।
তবেই নেচে গেয়ে ঢোল বাজানো স্বার্থক হবে,মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পুরন হবে , মুক্তিযোদ্ধাদের আত্মা শন্তি পাবে। (চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।