আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশ কারো বাপের ও না কারো জামাই এর ও না, এই দেশ আমাদের, আমরাই বাংলাদেশ।

ক্কি লিখবো... আজব তো!!!

এই দেশ কারো বাপের ও না কারো জামাই এর ও না, এই দেশ আমাদের, আমরাই বাংলাদেশ। আপনার বাসা দেখাশোনা করার জন্য আপনি কেয়ারটেকার রেখেছেন, নিরাপত্তার জন্য দারোয়ান রেখেছেন। এখন ব্যাপার টা কেমন দেখায় যদি আপনি আপনার কেয়ার টেকার ও দারোয়ান কে ভয় পান??? তারা আপনার বাসার নিরাপত্তা নষ্ট করছে এবং বাসার ক্ষতি করছে যেনেও ভয়ে কিছু বলতে পারছেন না, ফলাফলটা কিভাবে আপনি ভাল আশা করেন। দেশের ব্যাপারটা ও সেম, আপনি আপনার দেশের দেখাশোনা করার এবং নিরাপত্তার জন্য সরকার ও পুলিশ রেখেছেন(আপনার ইঙ্কাম ট্যাক্স এর টাকায় তারা বেতন পায়)। এখন যদি আপনি তাদের ভয় পান এবং কেয়ার টেকার ও দারোয়ান যদি সেটা বুঝতে পারে তবে তো তারা সেচ্ছাচারিতা চালাবে এটাই সাভাবিক। এই দেশ কারো বাপের ও না কারো জামাই এর ও না, এই দেশ আমাদের, **we shouldn't be afraid of our government government should be afraid of their people** "don"t underestimate the power of a common people" পরিবর্তন আমাদের কেই করতে হবে, বুকে সাহস রেখে কথা বলতে হবে, অন্যায় কে অন্যায় বলার সৎ সাহস রাখতে হবে... আমরা পারব, পারবই... https://www.facebook.com/Anafield.thaba

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।