( ২৮ ডিসেম্বর ১৯৬২ কে মনে করে )
আমার জন্ম আদৌ প্রয়োজন ছিল কি না, অথবা কোনো মৃত নদীর
কংকাল হয়ে আমি পূর্বজনমে যুগ যুগ ভেসেছিলাম কি না - তা জানার
আগ্রহে তাকাই বিবর্ণ আটলান্টিকের দিকে। বংগপোসাগর থেকে কিছু
ঢেউয়ের মূর্ছনা এসে আমাকে স্পর্শ করে। এখানে এখন পরিণত হিমের
অংকুর। আমাকে দাঁড় করিয়ে দেয় বেশ কিছু হিসেবের মুখোমুখি। না ,
এমন কোনো সংশয় নেই।
নেই অধিক কোনো সঞ্চয় ও। কয়েকটা ভোর
আর উচ্ছল দুপুর কুড়িয়ে জমিয়েছি কিছু মকর মৃত্তিকা । এ আমার নিজস্ব
ভুবন। প্রিয়তমা তুলির আঁচড়ে নির্মিত শিল্পসৌধ। আপাতত: থেকে যেতে
চাই হাজার বছর ।
এই শব্দজলে । এই গহীন মৃত্তিকার ব্যাপৃত ঈশানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।