আমাদের কথা খুঁজে নিন

   

পেইড বিজ্ঞাপনে আবারো ইতিহাস বিকৃতির নোংরামিতে মত্ত বিএনপি

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

নির্বাচন কে সামনে রেখে আবারো ইতিহাস বিকৃতির মত নোংরা খেলায় মত্ত হয়েছে বি এন পি। ভেবেছিলাম কিছুটা পরিবর্তন হয়েছে!!বেসরকারি টিভি চ্যানেল গুলিতে আজ সন্ধার পরে বি এন পি এর যে পেইড বিজ্ঞাপন দেখাচ্ছে তাতে জিয়ার স্বাধিনতার ঘোষনাপত্র পাঠকে নিয়ে আবার নোংরামি শুরু হয়েছে। জিয়ার ভাষনের অডিও এটি জিয়ার পুর্ণ ভাষন,যা ২৭ মার্চ কালুর ঘাট থেকে প্রচারিত হয় সেই সাথে এটিতে বেলাল মাহমুদের সাক্ষাতকার(যিনি জিয়া কে কালুর ঘাটে নিয়ে গিয়েছিলেন)রয়েছে। এটি জার্মান রেডিও ডয়চে ভেলে থেকে নেয়া হয়েছিল। এই সাক্ষাত কারে বেলাল মাহম্মুদ বর্ননা দিয়েছেন সেই ভাষনের ব্যাকগ্রাউন্ড।

এই অডিওতে জিয়ার পুর্ণ ভাষন টি আছে যা সেদিন তিনি দিয়েছিলেন। জিয়া তার ভাষনের শুরুতে বলেন "আমি জিয়া বলছি...আমাদের মহান নেতা ও সুপ্রিম কমান্ডার শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধিনতার ঘোষনা করছি" জিয়া এই ভাষনের শেষ করেন "জয় বাংলা" বলে। কিন্তু বি এন পি ৯৬ এর পর থেকে জিয়ার ভাষনের অংশ বিষেশ কেটে প্রাচার করে। আর ২০০১ এ ক্ষমতায় এসে ২৭ মার্চের ঘোষনাটিকে ২৬ মার্চ বলে চুড়ান্ত নোংরামি করে। কোমল মতি শিশুদের বইয়ে তখন বিকৃত ভাবে সেই ইতিহাস ছাপায়!যা বর্তমান বইয়ে সংশোধন করা হয়েছে।

(সেই বিকৃত বই) আমি জানি এত সকল প্রামান থাকার পরেও এই পোস্টে মাইনাস পরবে। কারন যারা এসব প্রচার করেন তারা তা জেনেই প্রাচার করেন। তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলব ইতিহাসকে পরিবর্তন করা যায় না,কেবল পরিবর্তনের ব্যার্থ চেষ্টা করা যায়। এই ভিডিও তে কেবল ঘোষনার প্রথম অংশ যাতে মুজিবের পক্ষে ঘোষনার কথা বলা হয়েছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.