আমাদের কথা খুঁজে নিন

   

ছবি নিয়ে কত কথা; ছবিই যখন বলছে - শুধু পড়ছি তখন আমরা

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

ছবি কথা বলে সত্যি না কি ? সত্যি কি পারে বলতে ? হয়তবা, কখনো বা মিথ্যে তবুও বলে,, জীবনের প্রতিচ্ছবি; একটি ছবি জীবন-টা কি বাস্তব না বিপরীত ‘অবাস্তব’ ছবি বাস্তব বলে অবাস্তব কল্পনা করে ছবি সত্য বলে তাই, মিথ্যে কেউ বানিয়ে বলে ছবি বলছে তাই, শুনছি না, দেখছি ঠিক তাই বুঝছি ছবির কথা ,…..ভাবছে ছবির ভাষা ,…..ভাবাচ্ছে সযতনে রেখে দেয়া একটি ছবি অযতনে ফেলে দেয়া সেই ছবিটি তবুও বলে কথা স্মৃতিতে শ্লীল-অশ্লীল ছবি প্রতিবাদে-প্রতিরোধে ছবি যুদ্ধ-চুক্তিতে ছবি কেমপেইন-কাউন্সিলিং ছবি ব্যানার – ফেস্টুন পোষ্টার - লিফলেট ছবি আর ছবি ছবির কথা, তাই শুনি, তাই দেখি সর্বদাই ছবি, হাঁটছে, দৌড়াচ্ছে বলছে, চেচাচ্ছে হাসছে, কাঁদছে লিখছে, পড়ছে জানছে, জানাছে মানছে, মানাচ্ছে সবটাই, ছবিই বলে যাচ্ছে ভাসছে জোয়ার আসছে ভাটা ছবির কথা ছবির-ই জয়জয়কার ...., ......., .........., সেঁটে দেয়া ছবিটি বলছে কিছু কথা হয় সত্য, মিথ্যে নয়তবা কেউ মানবে কেউ বকবে কেউ হয়ত ছবিটি, ছিড়ে ফেলবে তবুও বলি, ছবি বলছে যেই কথাটি সবাই জেনে যাবে অবশেষে ........................... নির্বাচন নিয়ে কত কথা কত লেখা কত পোষ্ট অসংখ্য আমার নিবেদন, এ ছবি কথার ছবিটি কবিতা নয় সত্যি, ছবিটাই সত্যি, আবারো সেই ছবি কত কথা, কথকতা তাইত, সারল্য পড়ার সুবিধাভোগে এন্টার চেপেছি কি-বোর্ডের একাধিক বারে .. বিবিধ সময়ে গড়নে, পড়নে কবিতা মনে হবে কবি আমি নই কবিতা কাকে বলে সত্যি বলছি জানিনে কিন্তু, ছবিটি কি বলে জানি জানি একশত বার জানি সত্যি বলছি, আবারো বলছি জানি জানি, আমি জানি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।