এক ছোট ভাই নিকটা গিফট করেছেন, এখন থেকে সব লিখা ও কমেন্টের দায় আমার|
কেওরু মোরি একজন জাপানিজ ম্যানগা আর্টিস্ট যিনি Emma ও Otoyomegatari মত জনপ্রিয় ম্যানগাগুলোর জন্য বিখ্যাত। ২০০২ সালে Emma ম্যানগা দিয়ে প্রথমবারের মত ম্যানগাহ্-কা হিসাবে আত্মপ্রকাশ করার আগে তিনি ছদ্মনামে গত শতকের ব্রিটিশ মেইডদের নিয়ে অনেক বছর ধরে ডুজিনশী(doujinshi) লিখে গেছেন। তাঁর জনপ্রিয় ম্যানগার মাঝে Shirley আর Emma ম্যানগা দুটিও গত শতকের ব্রিটিশ মেইড নিয়ে লেখা। মোরির Emma ম্যানগাটি ২০০৫ সালে জাপানে এক্সিলেন্স পুরুস্কার জিতে নেয় ম্যানগা ক্যাটাগরিতে।
শুধু অসাধারণ স্টোরিলাইন নয়, মোরি বিখ্যাত তাঁর অনন্যসাধারণ ম্যানগা আঁকার স্টাইলের জন্য।
ম্যানগার গল্প বাদ দিলেও প্রচুর যত্ন নিয়ে আঁকা ছবিগুলোর জন্যই তাঁর ম্যানগা পড়তে ইচ্ছা করে। নিচের ছবিটিই দেখুন না
এটি Otoyomegatari ম্যানগা থেকে নেওয়া। Otoyomegatari গত শতকের সিল্ক রুটের জীবন-যাত্রা নিয়ে লেখা অসাধারণ একটি ম্যানগা। কাহিনীর প্রধান চরিত্র নোমেডিক ট্রাইবের তীর-ধনুকে দক্ষ এক নারী এমিরা, যার সাথে বিয়ে হয় তার থেকে ৮ বছরের ছোট অন্য গ্রামের ১২ বছরের এক বালকের সাথে। কাসপিয়ান সাগরের পূর্ব পাশের(বর্তমান উজবেকিস্থান) বিয়ে, কালচার ত্থেকে শুরু করে বিভিন্ন সমস্যা উঠে এসেছে এই কাহিনীতে।
কিন্তু অসম বিয়ে, জন্ম সমস্যা, দুই ট্রাইবের কালচারাল সমস্যার উপর দিয়ে ম্যানগাটিতে আসলে ফুটে উঠেছে ঐ সময়কার সাধারণ জীবনযাত্রার ছবি। আর ম্যানগার আর্ট? প্রচুর ডিটেইলস সমৃদ্ধ এই আর্ট এত সুন্দর আপনার গল্প ভুলে শুধু ছবি দেখতে ইচ্ছা করবে।
মোরির বিখ্যাত দুটি ম্যানগা পড়ার জন্য লিংক (ম্যানগা পড়তে হয় ডান দিক থেকে বাম দিকে):
*Otoyomegatari
*Emma
ডাউনলোড করার লিংক (রেজিস্ট্রেশন করতে হবে):
*Otoyomegatari
*Emma
আরেকটি কথা, ম্যানগার বাইরে কেওরু মোরির স্কেচের হাতও কিন্তু অসাধারণ। তাঁর কয়েকটি স্কেচের ছবি এখান দেওয়ার লোভ সামলাতে পারলাম না
এই পোস্টটি ভাল লাগলে, আমার প্রিয় আরও কয়েকজন ম্যানগাহ্-কাকে নিয়ে আরেকটি পোস্ট দেওয়ার ইচ্ছা থাকল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।