যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
ইজিডায়াগ্রাম.নেট হল একটি ফ্রি আজাক্সনির্ভর ওপেনসোর্স ডায়াগ্রাম কন্ট্রোল যা এএসপি.নেট এর জন্য তৈরী করা হয়েছে। এটি খুবই নির্ভরযোগ্য ডায়াগ্রাম ইন্জিন যা দ্রুতগতির, সহজে ব্যাবহার করা যায় ও অন্যান্য ডায়াগ্রাম কম্পোনেন্টের পরিপূরক। ইউজারকে এজন্য কোন প্লাগিন ব্যাবহার করতে হবে না। আজাক্স ও জাভাস্কৃপ্টের সাহায্যে এটি তৈরী করা হয়েছে যাতে একেবারেই নতুন ইউজারও খুব সহজেই এটি ব্যাবহার করতে পারে। ডায়াগ্রাম ফিচারগুলি হল:
১. ডাটাবেজ স্কিমা ও ইউএমএল মডেলিং উদাহরণসমূহ
২. বিশাল নোড লকিং ও গ্রুপিং ক্ষমতা
৩. সহজেই টেনে সরানো ও মুছা যায়
৪. সরাসরি আঁকা যায় ও অর্থগোনাল মুড আছে
৫. নোড সেট করা খুব সোজা
৬. লাইন ও নোড কাষ্টমাইজ করা যায়
৭. নোড ষ্ট্যাটাস আপডেট করা যায়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।