আমাদের কথা খুঁজে নিন

   

জেনে রাখা ভালো

সন্তানের মা হওয়া প্রত্যেক বিবাহিত নারীর ঐকান্তিক বাসনা এবং সন্তান ধারণের পরে সুষ্ঠুভাবে জন্মদান করতে পারা একজন নারীর পূর্ণতা লাভ। কোনো কোনো স্ত্রীলোকের সন্তান জন্মদানের ক্ষমতা থাকে না, যাকে বন্ধ্যত্ব বলে।

কারণ- পুরুষের ক্ষেত্রে : বিভিন্ন কারণে পুরুষের বন্ধ্যত্ব দেখা দিতে পারে। যেমন : Testi বা অণ্ডকোষ হতে সুস্থ শুক্রকীট নির্গত না হলে, শুক্রকীট ও ওভাব সঠিকভাবে মিশ্রিত না হলে, শুক্রকীট ও ডিম্বের যথাযথ মিলন না হলে, জন্মগতভাবে বীর্যে শুক্রকীট না থাকলে, একশিরা ইত্যাদি রোগে ভুগলে। এ ছাড়া শুক্রকীটে উপযুক্ত ক্রোমজোম সৃষ্টি না হলে।

মহিলাদের ক্ষেত্রে : ওভারি থেকে সুস্থ ওভাব সৃষ্টি না হলে, ডিম্বকোষে ডিম্ব উৎপাদনের বয়স না হলে, বেশি বয়সে মেনোপজ বা ঋতু বন্ধ হলে, দৈনিক অপুষ্টির কারণে নারী সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন। শারীরিক ও মানসিক আঘাত এবং পুরুষের প্রতি বিরক্তি ভাব প্রভৃতি কারণে বন্ধ্যত্বের সৃষ্টি হতে পারে।

 

অধ্যক্ষ ডা. আবুল কালাম সিনিয়র কনসালটেন্ট,

হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা।

ফোন : ০১৯২৮৭০৫০৩০

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.