স্যাম্পল, কি টেস্টার! জীববিজ্ঞান, কি বিজ্ঞাপন!
বরুণার করুণ উচ্ছিষ্ট
বুকের এলাকায় করেছিলাম সুগন্ধী হৃদয়ের আঁচ,
তাতেই একপায়ে খাড়া ছিলাম বলাকার মতো।
কিংবা-
ওড়া ছাড়া কীসের বলাকা, কীসের কী?
বড়জোর বোকা এক বক হয়ে
ছিলাম তোমার অপারগ অপারদর্শী অপেক্ষায়।
যখন টের পেলাম-
মানুষ হ'তে হ'তে পুরুষ হওয়াটাই হয়নি আমার,
না-চেয়েই দেখলাম তোমার বুকের বেদখল।
মাংসের গন্ধটাও নেয়া হয়নি তখনও।
এমন ক'রে বললে মনে হ'তেই পারে-
এখনো আশাবাদী সরগম, এখনো 'মির্যাকল'-এ বিশ্বাস।
অবিশ্বাস্যে আবার বিশ্বাস!
অন্যায্য যদিও,
ছাইয়ের গলাও শুকিয়ে কাঠ
ফুলের রেণুর অঘোর তৃষ্ণায়!
[০৩/০৭/২০০৬
মহাখালী]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।