উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
ঝড় বৃষ্টির ন্যয় তুষাড় ঝড় ও নানা ধরনের। তার কিছু নিচে উদাহরন দিচ্ছি;
১। Snow Flurries:
ছেড়া তুলার মত এগুলো পড়তে থাকে, কিন্তু খুব একটা মাটিতে বরফ আকারে জমে না।
২। Snow Showers:
ছেড়া তুলার মতই এগুলো, তবে পরিমানে একটু বেশী।
মাটিতে পরে জমা হওয়ার সমূহ সম্ভাবনা।
৩। Snow Squalls:
সাময়িক কিন্ত দমকা হাওয়ার সাথে ভারী পরিমানের তুষারপাতের ফলাফল এই ধরনের। এটা তুষাড় ঝড়ের সময় দীর্ঘায়িত হলে রাস্তা ঘাটে পতিত তুষাড়ে যানবাহন চলাচলে সমূহ বিপদ সৃষ্টি করে থাকে। এই Snow Squalls হ্রদের আশেপাশের এলাকায় অধিক হয় বিধায় এই Snow Squall কে Lake Effect Snow ও বলা হয়ে থাকে।
এটাই গত ১৯শে ডিসেম্বর ২০০৮ সালে ঝড়ের সাথে মিলে গিয়েছিল।
৪। Blowing Snow:
মানে থেকেই বোঝা যাচ্ছে তুফান জাতিয় এই তুষাড়পাত। সমস্যা হয় তখনই যখন মাটি উড়তি তুষাড় হাইওয়েতে সবকিছু শ্বেতকায় করে যানবাহন চলাচলে বিপদজনক সমস্যা সৃষ্টি করে। আর তাপ মাত্রা যদি বিয়োগের ঘরে থাকে, তখন যান বাহনে পুর্বে জমে থাকা বরফ যে কোন রঙের গাড়ীকে সাদাই করে তোলে।
ভারী তুফানি তুষাড়ে ঐ সময়ে রাস্তা ও চলতি যানবাহনে পার্থক্য নির্ণয় করা বিপদজনক হয়ে ওঠে।
৫। Blizzards:
তুষাড়পাতের সময় যদি বাতাসের গতিবেগ 35 mph বা এর ওপর হয় তখন এটিকে "blizzard" নাম করা হয়। এই "blizzard" সবধরনের তুষাড়পাতের মধ্যে বিপদজনক তুষাড় ঝড়। এই সময়ে দৃষ্টি দূরত্ব প্রায় শুন্যের কোটায় চলে আসে।
আবহাওয়া দপ্তর তখন প্রয়োজন না থাকলে কাউকে বাইরে বরুতে বারন করে থাকে। ড্রাইভিং করাও সমিচীন নয় এই সময়ে।
৬। Ice Storms:
তুষাড়ঝড়ের সময় যদি দীর্ঘকালের জন্য ইলেক্টৃসিটি চলে যায়, ঐ তুষাড়ঝড়কে নাম দিয়েছে Ice Storms। ইলেক্টৃসিটি দু তিন দিনে না এলে ঐসব এলাকায় তখন শীতের কারনে জনগনের মৃত্যু হয়ে থাকে।
এই কারনে এটিও বিপদজনক।
৭। Sleet:
যদি বৃষ্টির ফোটা মাটিতে পরার পূর্বে শক্ত বরফ হয়ে পরে (অনেকটা শিলা বৃষ্টির অনুরুপ), এটাকে "Sleet" নাম করন করা হয়েছে। ড্রাইভিং জন্য বেজায় ভয়ংকর, কারন গাড়ী পিছলে যায়।
৮।
Freezing Rain:
আকাশে হিমাঙ্কের স্তর থাকায় যদি ঐ স্তরেই বৃষ্টি জমে যায়, এই অবস্থাকে নাম দিয়েছে "Freezing Rain"। তখন গাছের পাতা, বিভিন্ন কোনা জাতিয় বস্তু থেকে পরতি পানি পরে না গিয়ে জমে যায়। এটাও ভারী অন্য মেজাজের সৌন্দর্য। তবে রাস্তা পিচ্ছিল হয়ে বিপদ ঘটায়। ইলেক্টৃক লাইনে এই ঝুলন্ত " Stalactite " বস্তু লাইনের ভর বাড়িয়ে বিদ্যুৎ বিতরন লাইন বিচ্ছিন্ন করে অসহনীয় ভোগান্তি সৃষ্টি করে থাকে।
গত ১৯শে ডিসেম্বর ২০০৮ এই দিনে Snow Squalls, Blowing Snow সাময়িক Blizzard এর মাঝে টরন্টো থেকে ১১০ কিমি দূরে ওয়াটরলুতে মেয়েকে আনতে যেতে হয়েছিল (ইউনিভার্সিটির মিডটার্ম পরীক্ষা শেষ, তাই তাকে ও তা বান্ধবীকে তাদের ভাড়া করা বাসা থেকে নিয়ে আসতে হবে)। গাড়র (কার) ভাড়া করে ছিলাম, পরে আবহাওয়ার অবস্থা দেখে ঐ গাড়ী ৪x৪ জীপ এ উন্নিত করেছিলাম। ঐ জীপের কারনেই হয়তে বা কোন কোন স্থানে হাটু সমান রাস্তায় বরফ থাকা সত্বেও গাড়ী কোথায়ও আটকে যায়নি। বিধাতারও অফুরন্ত কৃপা ছিল বলে অন্য কোন দূর্ঘটনা হয় নি।
কারন রেডিও তে শুনছিলাম, "জ্যকনাইফ" এ্যক্সিডেন্ট এর কারনে হাইওয়ে ৪০০ তে ২৫টি গাড়ী একটার পেছনে আরেকটা লাগিয়ে দিয়েছে।
ও হ্যাঁ, বলে রাখি ওয়াটারলু বিশ্ববিদ্যালয় তথা প্রায় এদেশের সকল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ থেকে ছেলে মেয়েদের হলে সীটের কোন নিশ্চয়তা নেই (কিন্তু প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য হলে সীট নিশ্চিত)।
বিঃ দ্রঃ কিছু ছবি ইন্টারনেট থেকে নেয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।