আমাদের কথা খুঁজে নিন

   

ইভান্ডার হোলিফিল্ড বনাম নিকোলাই ভ্যালুয়েভ (রাশিয়ান জায়ান্ট)

পরেই বলবো না হয়
ইভান্ডার হোলিফিল্ড বনাম নিকোলাই ভ্যালুয়েভ (রাশিয়ান জায়ান্ট) হোলিফিল্ড রাশিয়ান জায়ান্ট নিকোলাই ভ্যালুয়েভকে চ্যালেঞ্জ করেছেন World Heavyweight Boxing Champion এর খেতাব ফেরত পাওয়ার জন্য। হোলিফিল্ড মনে করেন যে এখনও তার মধ্যে অন্ততঃ একটা মহান বক্সিং খেলা উপহার দেওয়ার ক্ষমতা আছে। খেলাটি হওয়ার কথা ২০শে ডিসেম্বর Hallenstadion, Zurich, Switzerland এ। এই খেলাটি এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছে। আর তার কারনও আছে অবশ্য।

হোলিফিল্ড যদি জিতে যান তবে উনিই হবেন একমাত্র ব্যাক্তি যিনি ৪৬ বছর বয়সে হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ান হয়েছেন, বা সবচেয়ে বেশী বয়সে এই খেতাব পেয়েছেন। আর এই কারনেই বক্সিং জগতে এই খেলেটাকে নিয়ে এত উতসাহ। অবাক হবার মতো আরো কিছু তথ্য নিচে দিলাম - হোলিফিল্ডঃ উচ্চতা - ৬ ফুট ২ ইঞ্চি ভ্যালুয়েভঃ উচ্চতা - ৭ ফুট হোলিফিল্ডঃ ওজন - ২১৪,৩ পাউন্ড ভ্যালুয়েভঃ ওজন - ৩১০,৮ পাউন্ড হোলিফিল্ডঃ বয়স - ৪৬ ভ্যালুয়েভঃ বয়স - ৩৫ হোলিফিল্ড জিতলে পাবেন ৭৫০,০০০ ইউ এস ডলার বা ১ মিলিয়ন ইউ এস ডলার এর মধ্যে। আর হারলে বা ড্র করলে ক্যারিয়ার শেষ। ম্যাচের ফলাফল জানার অপেক্ষায় রইলাম।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।