কুড়িগ্রামে এনটিভি আয়োজিত ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়াও প্রতিযোগিতার ৩ বিচারকের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি এনটিভি বন্ধ ও ইউনিলিভারের মালামাল ব্যবহার বর্জনের ঘোষনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়। এখানে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে পৌর সভার কাউন্সিলর রোস্তম আলী তোতা, হামিদুল হক ও আমজাদ হোসেন প্রমূখ বক্তব্য দেন।
বক্তাগণ অভিযোগ করেন ফলাফলের কারচুপি করে কুড়িগ্রামের ছেলে সাজুকে ৩য় করা হয়েছে।
প্রতিযোগিতায় বাদপড়াদের ফিরিয়ে এনে নিয়ম নীতি লংঘন করা হয়েছে। এক মোবাইল থেকে যত খুশি এসএমএস নিয়ে টাকার খেলা সুযোগ করে দেয়া হয়েছে। বিচারকগণ পক্ষপাত মূলক আচরণসহ অশালিন ও বিধি বহির্ভূত মন্তব্য করে নিরপেক্ষতা হারিয়েছেন। সকল ধরনের নিয়ম নীতি উপেক্ষা করে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এই ন্যাক্কার জনক ঘটনার জন্য সমাবেশ থেকে এনটিভি এবং ইউনিলিভারের মালামাল বর্জন করার জন্য কুড়িগ্রাম বাসীর প্রতি আহ্বান জানানো হয়।
পরে বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, ফাহমিদা নবী ও পার্থ বড়–য়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য জনগণের দাবির প্রেক্ষিতে বুধবার রাত সাড়ে দশটা থেকে কুড়িগ্রামের সকল কেবল অপারেটররা এনটিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত এনটিভির সম্প্রচার জেলার সর্বত্র বন্ধ রয়েছে।
অপরদিকে এ প্রতিযোগিতার ফলাফলকে প্রত্যাখান করে নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও উলিপুর উপজেলা শহর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ অব্যহত রয়েছে। সেই সাথে আগামী শনিবার সকাল ১০টায় পৌর চত্বর থেকে এনটিভি ও ইউনিলিভারকে ধিক্কার জানাতে সঙ্গীত শ্রোতারা ঝাড়– মিছিলের ডাক দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।