আসসালামুয়ালাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন । দীর্ঘ ৩ মাস পর লিখতে বসলাম । এর আগেও আমি Graphic Design এর বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে ছিলাম । আজ আবার চলে আসলাম ব্লগিং এর টানে ।
যাই হোক কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক । আজকে ও আপনাদের সামনে Graphic Design এর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি । আজকে আমি দেখাব Adobe Photoshop CS6 Extended বেবহার করে কিভাবে আমরা Text Effect তৈরি করতে পারি । আজকের টিউটোরিয়াল এ আমি text এর উপরে কিভাবে Glass Effect দিতে হয় তা দেখাব । তাহলে চলুন শুরু করা যাক ।
Step 1:
Step 1 এ প্রথম এই আমাদের Photoshop এর File menu থেকে new file এর মাধ্যমে আমরা নতুন একটা window নিবো । তার height এবং width হবে যথাক্রমে 1000px এবং 250px এবং resulation হবে 200 ।
তারপর OK button এ ক্লিক করব ।
Step 2:
এখন আমরা Gradient Effect দেয়ার জন্য tool bar থেকে যথাক্রমে foreground এর জন্য #1ab39f এবং background এর জন্য #7fe3df colorcode select করব ।
এখন keyboard থেকে shift button চেপে এবং tool bar থেকে Gradient tool select করে বাম থেকে ডান দিকে Drag করে ছেরে দিতে হবে ।
তাহলেই Gradiennt টি apply হবে । নিচের চিত্রে আমরা তা দেখতে পাচ্ছি ।
Step 3:
এখন tool bar থেকে Text tool select করে সাইজ ১৭০ এবং color #028476 দিয়ে টাইপ করতে হবে ।
এখন পুনরায় Selection tool ক্লিক করলে text tool টি unselect হবে ।
Step 4:
এখন আমরা text layer টি select রেখে layer>Blending Option টি select করব ।
তারপর যে ডায়ালগ বক্স আসবে তা থেকে শুধু Fill Opacity zero করে দিব । বাকি সব কিছুই ঠিক থাকবে । তারপর আমরা OK button এ ক্লিক করব ।
এর পর আমরা Bevel & Emboss select করে প্রয়োজনীয় কাজ করে নিবো ।
তারপর আমরা Drop Shadow select করে কন কিছু পরিবর্তন করব না ।
এখন আমরা Inner Shadow select করে সব মান বসিয়ে OK করব ।
তারপর সব শেষে Satin থেকে শধু color টা পরিবর্তন করে অবশেষে OK button এ ক্লিক করবো ।
তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত Design টি পেয়ে যাব । নীচে আমরা Final Design টি দেখতে পাচ্ছি ।
আজকে এই পর্যন্তই ।
দেখা হবে আর কোন একদিন । ভাল লাগ্লে Comment করবেন । প্রয়জনে আমাকে email করতে পারেন । আমার Email Adress : asifkhan.adurshapno@gmail.com. ধন্যবাদ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।