আমাদের কথা খুঁজে নিন

   

আলু পাড়ার মড়ক ও সামু বলগের অবস্থান!

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

বেশ কদিন পর এলেক্সায় ঢুকলাম। নিছক ছেলেমানুষি কৌতুহলে ট্রাফিক কম্পেয়ার করি সামু আর আলু বলগের। আলু পাড়ার অবস্থা আসলেই খারাপ, আলুতে মড়ক লাগছে।

তিনকুনা মডুরাম আর সামলাইয়া উঠতে পারতেছেনা। অফিসে আমার কামের মধ্যে একটা হইলো ডাটা এনালাইসিস আর ফোরকাসটিং। এইসব করতে করতে স্বভাব খারাপ হইয়া গেছে। প্রায় দেড় মাসের এই কম্পারিজনে খুব খোলা চোখেই দেখা যায় দুই ট্রাফিকের বিপরীত মুখি যাত্রা। এটাও একই ছবি, কিন্তু এখানে আমি হাল্কা ট্রাফিক ট্রেন্ড টুকু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি।

দেড় মাসের বাচ্চাও বুঝবে....... এটা গত একমাসের। এখানে দেখা যায় পার্থক্যটা কত স্পষ্ট হয়ে ফুটে উঠছে...... রেল লাইন বহে সমান্তরাল........ দুটো ব্লগই এখানে তাদের নিজস্ব অবস্থান নিয়ে সমান্তরাল ভাবে চলছে। এটাই হলো ট্রাফিক ট্রেন্ড, যা খুব বড় ধরনের ওলটপালট ছারা বদলে যাওয়ার সুযোগ দেবেনা.......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।