আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আর শ্রদ্ধা জানাচ্ছি সেসব বীরদের যারা আমাদের দিয়েছে এই বিজয়, এই দেশ, সব কিছু নিজের বলার অধিকার। ব্লগ লিখার স্বাধীনতা।
আজ বিজয়ের দিন লিখেছি ছোট একটি টেকি সমাধান।
উপভোগ করুন আপনার স্বাধীনতা। শুভ কামনা রইল সবার জন্য।
কমপিজ ফিউসান এর উপর লিখার পর অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন কিভাবে এটি আপনার পিসিতে ইন্সটল দিবেন। আমি সংক্ষেপে উত্তর দিয়েছিলাম। তাতে অনেকের পক্ষে সম্ভব হয়নি মজার এই ফিউসান এনাবেল করা।
তাই আজকে একবারে ক্রম অনুসারে দিচ্ছি। আশাকরি আজকে সবাই এর মজা উপভোগ করতে পারবেন।
তাহলে আসুন দেখি কিভাবে আপনার অপারেটিং সিস্টেম এর সোন্দ্রর্য বারাবেন।
১. গ্রাফিক্স ড্রাইভার
প্রথমে আপনার গ্রাফিক্স ড্রাইভার আপগ্রেড করা দরকার। এই লিঙ্ক থেকে নামিয়ে ইন্সটল করুন ।
ইন্সটল করা শেষ হলে ওপেন করুন Applications -> System Tools -> Envy এইখান থেকে।
এখন যে উইন্ডোটা দেখছেন তা থেকে আপনার গ্রাফিক্স কার্ড সিলেক্ট করুন এবং ইন্সটল করুন। যাদের এই দুটোর একটিও নাই বা বিল্টইন গ্রাফিক্স ড্রাইভার তারা শুধু আগেরটি আন-ইন্সটল করে নিন। তারপর আপানার পিসি রিসেট দিন।
২. কমপিজ ফিউসান আন-ইন্সটল করা
এখন আপনাকে আপনার আগের কমপিজ ফিসান এর কোন ফাইল থাকলে তা আন-ইন্সটল করতে হবে।
কিভাবে করবেন?? নিচের কোড গুলো আপনার টারমিনাল(Application> Terminal) এ লিখুন বা কপি পেস্টও করতে পারেন।
sudo aptitude -y remove compiz-core desktop-effects
sudo aptitude -y remove compiz compiz-gnome
sudo aptitude -y remove compizconfig-settings-manager
sudo aptitude -y remove compiz-fusion-plugins-extra
sudo aptitude -y remove compiz-fusion-plugins-unofficial
sudo aptitude -y remove libcompizconfig-backend-gconf
এখন আপনার সোর্স ফাইলটি ওপেন করুন।
১. Press ALT+F2
২. Type: gksudo "gedit /etc/apt/sources.list"
৩. press Run
আপনি টারমিনাল থেকেও করতে পারেন ইচ্ছা করলে।
এখন যে ফাইলটি ওপেন হয়েছে তাতে নিচের লাইন গুলো যোগ করে সেভ করুন এবং বন্ধ করুন।
# compiz-fusion by Treviño's Ubuntu feisty EyeCandy Repository
deb http://download.tuxfamily.org/3v1deb feisty eyecandy
deb-src http://download.tuxfamily.org/3v1deb feisty eyecandy
এখন টারমিনাল এ নিচের লাইন গুলো কপি করে পেস্ট করুন
gpg --keyserver subkeys.pgp.net --recv-keys 81836EBF
gpg --export --armor 81836EBF | sudo apt-key add –
৩. শেষ ধাফ এ এখন আপনি কেবল নিচের কোড গুলো কপি পেস্ট করুন এবং অপেক্ষা করুন ইন্সটল শেষ হবার জন্য।
sudo aptitude -y update
sudo aptitude install compiz compiz-gnome \
compizconfig-settings-manager compiz-fusion-plugins-extra \
compiz-fusion-plugins-unofficial libcompizconfig-backend-gconf
sudo aptitude upgrade
আপনার ইন্সটল শেষ এখন ব্যবহার করার পালা। ওপেন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন
press ALT+F2
type compiz --replace
Press Run
আপনি কমপিজ এর মেনু ওপেন করতে পারেন Syatem>Preferences>Compiz-configure থেকে।
এখন আপনি আপনার মন মত সাজান আপনার ডেক্সটপকে।
উপরের নিয়মে আমি আমার ডেক্সটপ সাজিয়েছি। আশাকরি আপনাদেরও কাজ করবে।
এছারাও আরো অনেক ভাবে করা সম্ভব। আপনারা ওইগুলোতে সফল হলে জানাবেন প্লিজ।
এই পদ্ধতিতে কোন সমস্যা হলে বইলেন সাহায্য করার চেষ্টা করবো।
আসুন এইবার এক পলক দেখি কমপিজ ইন্সটল এর পর আপনি কি দেখতে পাবেন।
তথ্যসূত্রঃ আমি এই লিঙ্কটি ব্যবহার করে কাজ করেছি।
আশাবাদী!! ভাই এর সোজন্যে এই লিঙ্কটি দেখুন , এখানে আরও সুন্দর ভাবে বর্ননা করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।