আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু ৯.১০তে “কমপিজ ফিউশন” ইন্সটল করফিগারেশন ও কমান্ড।

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

উবুন্টু ব্যবহার করবো কমপিজ ফিউশন ব্যবহার করবো না এটাতো হতেই পারেনা। অনেকের চোখ ধাধাতো ডেক্সটপ দেখে আমার ও ইচ্ছে হলো কমপিজ ফিউশন ব্যবহার করার। আমি যেভাবে কমপিউ ফিউশন এ্যকটিভ করেছি তা নিন্মে বলছি। এতে যদি কারো কোন হেল্প হয় তবে তা হবে আমার অতিরিক্ত পাওয়া।

প্রথম ধাপ : ইন্সটল Applications – Ubuntu Software Center থেকে Compiz লিখে কয়েকটি ছোট ছোট সফটওয়ার ডাউনলোড করে নিন। নিচে চিত্রটি দেখুন: এখন ডাউনলোড করে নিবো গ্রাফিক্স কার্ডটি ইনস্টল করে নেই এভাবে —System—Administration—Hardware Drivers গিয়ে ইনস্টল এ ক্লিক করুন। এখন Terminal খুলে নিচের কমান্ডটি লিখুন : sudo apt-get install compizconfig-settings-manager compiz-fusion-plugins-extra compiz-fusion-plugins-main compiz-plugins emerald প্রথম ধাপ শেষ এবার কম্পিউটারটি রিস্টাট করুন। দ্বিতীয় ধাপ : কমপিজ ফিউশন কনফিগারেশন। ভিজুয়াল এফেক্ট সিস্টেম থেকে এনাবল করতে করুন এভাবে System—Preferences—Appearance এখন Visual Effects এ ক্লিক করে Exrta অপশনটি ক্লিক করে একটু অপেক্ষা করুন।

এখন চলুন System—>Preferences—>CompizConfig Settings Manager এ, এখন আপনার মনের মতো ডেক্সটপ ও এফেক্টগুলি সেট করে নিন। দেখুন নিচের চিত্রটি : এখন Desktop Cube Rotation এ ডবল ক্লিক করে Defarmation – Cylinder অথবা Sphere তে ক্লিক করে বের হয়ে আসুন। ব্যাস হয়ে গেল কনফিগারেশন। শেষ ধাপ : কমান্ড কমান্ড দেবার আগে যা করতে হবে তা হচ্ছে Workspace Desk আরো দুটি বাড়িয়ে নিন। বাড়াতে হলে একটি Desk এ ডবল ক্লিক করে চারটি বানিয়ে নিন।

এখন কমান্ড গুলি জেনে নিন, কমান্ড শিখার জন্য System—>Preferences—>CompizConfig Settings Manager এ আসুন । এখন মনে করুন আপনি Desktop cube এর কমান্ডটি জানতে চাচ্ছেন তাহলে আপনি ডবল ক্লিক করুন । নিচে দেখুন Desktop Cube এর কামান্ডের চিত্রটি। অন্যান্য কমান্ড জনাতে চাইলে ভিজিট করুন এই সাইটি। নিচে দেখুন আমার পিসির কয়েকটি স্কীনশট : ১. ২. ৩. প্রতিটি ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।

পোষ্ট আরো দেখতে পাবেন : হিমেলের ছোট্ট ঘরে ও উবুন্টু মুশকিল আসান ব্লগে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.