Sad Cafe
ধারনাহীন সঙ্গীতের মতো -১
উদ্ধত দালানের অহং এইখানে নুয়ে যাবে। এলভিসের জুলপি থেকে
গড়িয়ে নামবে ঘাম। সিঁড়িঘরের নির্জনতা চিরে ফেলা প্রতিটা পাখির
নামই একদিন হয়ে যাবে- 'ইকো'। শাদা পৃষ্ঠা থেকে মুছে ফেলা হবে
সমস্ত অক্ষর। আমাকেও গাওয়া হবে ধারনাহীন সঙ্গীতের মতো এক
অশ্রুতপূর্ব সুরে।
২০০৭, প্রথমার্ধ
ধারনাহীন সঙ্গীতের মতো -২
আমি জড়ো করি ধারনাহীন সঙ্গীতের শরীরে সুপুষ্ট লিরিক। যেখানে
বিমর্ষ করতলে রোদ বেজে বেজে ঘুমিয়ে গেছে আগে; প্রকৃত ছন্দে।
আমি জড়ো করি রাতপাখির ঠোঁট থেকে বিচূর্ন ক্রেসেন্ডো। মুর্চ্ছনা
গড়ে না উঠবার মতোন কিছু শোক। বিষাদ যেখানে বসনের গায়ে
খুব নিবিড় আর অমোচনীয় লেগে থাকে।
আমার পাঁজরের ফাঁকে
উল্লাসে মেতে ওঠা বাতাসেরও শোনোনি কী এক অস্পষ্ট অথচ মৌলিক
সুর আছে! আমি জড়ো করি তাই বিপন্ন পদাবলী, হরেক বিনয়াবনত শ্লোক...রাতপাখির ঠোঁট থেকে ঝরে পরা বিষাদের তারল্যে।
আমি বস্তুতঃ জড়ো করি মানুষের নির্বিকল্প গান, রাতপাখীর ঠোঁট থেকে
ঝরে পড়ে যা এসে - নিভৃত আঁধারে, অলোকসামান্যে !
-------------------------
আন্দালীব
২০০৮, শুরু
কিছু পুরনো কবিতার এডিটপর্ব চলছে। এইবারে এই দুটো দেয়া হলো।
তাছাড়া ইদানীং লেখাও হচ্ছেনা। কোনভাবে সম্পৃক্ত থাকবার চেষ্টা আরকি...আশা করি সবাই ভালো আছেন, ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।