আমাদের কথা খুঁজে নিন

   

পেশাওয়ারে ডব্লিউএইচও’র পোলিও কর্মসূচি স্থগিত

পেশাওয়ারের কাজাওয়ালা গ্রামে পোলিও কর্মীদের ওপর বন্দুকধারীদের ওই হামলায় এক নারী স্বাস্থ্যকর্মী নিহত ও অপর একজন আহত হয়। তাদের একজনের বয়স ১৮ এবং অপরজনের ২০ বছর।
আহত ওই স্বাস্থ্যকর্মীকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য ডন’। হামলার দায় কেউ স্বীকার করেনি।
তবে পোলিও নির্মূল কর্মসূচিকে পশ্চিমাদের চক্রান্ত আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে তালেবানসহ ইসলামপন্থিরা।


হামলার ঘটনার পর ডব্লিউএইচও’র মুখপাত্র মরিয়ম ইউনাস বলেছেন, পেশাওয়ারে তাৎক্ষণিকভাবে পোলিও টিকাদান কর্মসূচি বন্ধ করছেন তারা।
নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানান তিনি। পাকিস্তানে পোলিও কর্মীদের ওপর সর্বসাম্প্রতিক সহিংসতা দেশটির স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
গত ডিসেম্বরে পাকিস্তানে পোলিও নির্মূল কর্মসূচিতে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার পর জাতিসংঘ তাদের কর্মীদের সরিয়ে নেয়।
তবে এখনো কিছু এলাকায় জাতিসংঘের সহায়তা ছাড়াই পোলিও টিকাদান কর্মসূচি চলছে।

সমালোচকরা বলছেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা দেশে জঙ্গিবাদ সামাল দিতে সরকারের চূড়ান্ত নীতিমালা প্রণয়ণে ব্যর্থতারই এক বড় দৃষ্টান্ত।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।