আমাদের কথা খুঁজে নিন

   

রোজাবেল ও বারাক ওবামা



ছোট্ট মেয়ে রোজাবেল। মাত্র সাড়ে তিন বছর বয়স। এর মধ্যেই তার বন্ধুর তালিকায় যুক্ত হয়েছে 'বারাক ওবামা' নামক মানুষটি যিনি কিনা এর মধ্যেই ইতিহাস সৃস্টি করেছেন প্রথম কৃষ্নাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে। তিনি প্রথম ইন্টারনেট প্রেসিডেন্টও। ইন্টারনেটের মাধ্যমে তিনি যেভাবে সবার সাথে যোগাযোগ রেখেছেন সত্যিই তা প্রশংসনীয়।

এর মধ্যে ছোট্ট রোজাবেলও বাদ যায়নি। জন্মসূত্রে মার্কিন নাগরিক রোজাবেল বাবার মাধ্যমে খেলাচ্ছলেই দাওয়াত দিয়েছিল বারাক ওবামাকে, তখনও তিনি প্রেসিডেন্ট হননি। সেই থেকে শুরু। এখন তিনি প্রেসিডেন্ট। তারপরও যোগাযোগ রেখেছেন রোজাবেলের সাথে।

প্রতিটি বিতর্ক , নির্বাচনী প্রচারনা সবকিছুই তিনি শেয়ার করেছেন রোজাবেলের সাথে। এতটুকু বাচ্চাও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা ভেবেই ভাল লাগছে। তিনি রোজাবেলকে বলেছেন, তিনি মধ্যবিত্তদের প্রেসিডেন্ট হতে চান। আমরা অপেক্ষায় থাকবো তাঁর ভাল কাজের, যার দ্বারা পৃথিবীর মানুষের ভাল হবে। মার্কিনী আগ্রাসন আর দেখতে হবেনা।

বিশ্বের হর্তাকর্তা হয়ে শুধু ছড়ি ঘোরাবেনা। ভাল লাগলো "ছুটির দিনে"র এই বিশেষ রচনাটি পড়ে। তাই শেয়ার করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।