আমাদের কথা খুঁজে নিন

   

জিপসী কারা?

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

আধুনিক শিল্পীর আঁকা নৃত্যরত gypsies জিপসী মানেই নাচের দৃশ্য, একদল দলছুট মানুষ, থুড়থুড়ে জিপসী বুড়ি ভবিষ্যৎ বলে দেয়... উত্তর আমেরিকায় এক ধরনের জীবনধারাকে জিপসী বলে। জিপসীদের স্পেনে বলে গিটানো। ফ্রান্সে বলে জিটান।

আসলে এরা কারা? অক্সফোর্ড ইংলিস ডিকশনারিতে জিপসি লিখেছে,"member of a wandering race (by themselves called Romany), of Hindu origin, which first appeared in England about the beginning of the 16th c. and was then believed to have come from Egypt". আমরা যাদের জিপসী বলি তারা নিজেদের বলে রোমানি। রোমানি শব্দটার মানে ওদের ভাষায় পুরুষ বা স্বামী। জিপসী বা রোমানিদের রোমাও বলে। পঞ্চদশ- ষোড়শ শতকে রোমানিদের ইউরোপে দেখা গেল। ১৫১৪ সালে শব্দটা প্রথম ইংরেজিতে ব্যবহৃত হয়।

শেক্সপীয়ার ও স্পেনসার দুজনই জিপসী শব্দটা ব্যবহার করেছেন। ফরাসী লেখক ভিক্তর হুগোর লেখাতেও রোমানিদের কথা আছে। হুগো ওদের বলেছেন ঈজিপ্টাইন বা মিশরী। মিশর কেন? সেই সময় ইউরোপের লোকের বিশ্বাস মিশর থেকে এসেছে। এদের জীবন যাপন কেমন যেন।

আর মিশর মানে আশ্চর্যজনক মমির দেশ। জিপসীদের পোশাক আশাক কেমন মিশরী মিশরী ... গল্প আরও ছড়ালো। জিপসীরা নাকি নবজাতক যিশুকে আশ্রয় দিয়েছিল। কাজেই মিশরের রাজা ওদের মিশর থেকে বিতাড়িত করেছে। জিপসীরা কি সত্যি সত্যিই মিশর থেকে ইউরোপে গিয়েছিল? দেখা যাক।

২ জিপসী বা রোমানিদের উৎপত্তিটা এখনও একটা ধাঁধা। ধাঁধার সমাধানের জন্য ২০০ বছর ধরে ভাষাবিশ্লেন করা হচ্ছে। আগেই বলেছি, আমরা যাদের জিপসী বলি তারা নিজেদের বলে রোমানি। জিপসীদের ভাষার নাম্র রোমানি। এই ভাষার সঙ্গে অবশ্য বলকানের রুমানিয় ভাষাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

১৭৮২ সালে জোহান ক্রিশ্চিয়ান ক্রিসটোপ রুডিগের রোমানি ভাষা ও হিন্দুস্থানের ভাষার সঙ্গে প্রথম সাদৃশ্য লক্ষ করেন। তিনিই প্রথম বললেন, রোমানিরা এককালে ভারতবর্ষে ছিল! আগেই বলেছি, রোমানি শব্দটার মানে স্বামী। রাম শব্দটারও মানে স্বামী। রোমানিদের কাছে অ-রোমানি রা বরাবরই অস্পৃশ্য। এর কি কারণ? বৈদিক বর্ণভেদ? যা হোক।

১৭৮২ সালের পর থেকে ভাষাবিশ্লেষকরা লক্ষ করেছেন রোমানি ভাষার সঙ্গে মধ্য ও উত্তর ভারতের ভাষার যোগ ঘনিষ্ট। বিশেষ করে উত্তর ভারত ও পাকিস্থানের আঞ্চলিক ভাষার। রোমানি ভাষা আর পাঞ্জাবি ভাষার ব্যকরণ অভিন্ন। তা ছাড়া হিন্দি ভিলি গুজরাটি খানদেশি রাজস্থানী ভাষার সঙ্গে রোমানি ভাষার স ম্পর্ক ঘনিষ্ট। এই ভাষাগুলিই পশ্চিম ভারত বা দক্ষিণপূর্ব পাকিস্থানের আঞ্চলিক ভাষা।

সিনতি রা হচ্ছে রোমানিদেরই একটা উপদল। ইউরোপে এদেরও জিপসী বলে। অনেকে বলে সিনতি রা আগে ছিল পাকিস্থানের সিন্ধু প্রদেশে। সিনতি ও সিন্ধু শব্দের মিল রয়েছে। ২০০৩ এ গবেষনায় দেখা গেছে রোমানি ভাষার সঙ্গে শ্রীলঙ্কা সিংহলি ভাষার দারুন মিল ।

Further evidence for the Indian origin of the Roma came in the late 1990s when it was discovered that Roma populations carried large frequencies of particular Y chromosomes (inherited paternally) and mitochondrial DNA (inherited maternally) that otherwise exist only in populations from South Asia. ইতিহাসে কত কি যে আজও আবিস্কারের অপেক্ষায় রয়েছে। যতই এর চর্চা করছি-ততই অবাক হচ্ছি। ৩ জিপসীদের সম্বন্ধে বাইরে থেকে আমাদের ধারনা যাই হোক না কেন-আসলে এ দের জীবনযাত্রা ঠিক কেমন? এই প্রশ্নটা মনে হতেই পারে। এর উত্তরে বলি-এরা অতিমাত্রায় পরিবার কেন্দ্রীক। পরিবারে মুরুব্বীরা অশেষ সম্মান পান।

কম বয়েসে বিবাহ করে জিপসীরা। অনেক মেয়েরই ১২/১৩ বছরে বিয়ে হয়ে যায়। নারীবাদীরা কি বলবেন? বরকনের মা-বাবারা বিয়ে ঠিক করে। এরা বিশ্বাস করে বিবাহ দুটি পরিবারের বন্ধন দৃঢ় করে। কথাটা ঠিকই আছে।

A strict sexual morality prevails among most Roma. It is common for unmarried girls to be chaperoned in the presence of males who are not part of their extended family. A number of groups maintain the institution of bride-price, a payment made by the family of the groom to that of the bride. The payment compensates the bride’s family for the loss of their daughter and guarantees that she will be well-treated by her new family. সন্দেহ নাই-এরা এককালে ভারতেই ছিল! ইউরোপের শিল্পের ইতিহাসে এদের ভূমিকা ব্যাপক। Roma fortune tellers, dancing bears, and caravans enliven European literature and folklore. Many Roma traditionally worked as musicians and entertainers, and Romani influence has been particularly strong in the field of music. Romani folk music has inspired many of Europe’s greatest composers, including Hungarian composers Béla Bartók, Franz Liszt, Zoltán Kodály; Georges Bizet of France; and Romanian composer Georges Enesco. The popular flamenco song and dance of Spain were originated by the Roma and still retain a distinctive Romani spirit. Romani musical traditions continue to flourish in many parts of Eastern Europe, especially in Romania, Bulgaria, and Slovakia. এরা প্রায় সবাই ঐতিহ্যবাহী পেশায় জড়িত। যেমন, ধাতুর কাজ, কামারশিল্প, পশু পালন, ক্ষুদ্র ব্যবসা। জ্যোতিষ এদের অন্যতম পেশা। এ ছাড়া, ভেষজ কাঠের কাজ, ঝুড়ি তৈরি করাও এদের জীবিকা।

৪ রোমানিরা ভারত ছাড়ল কেন? জানা যায়নি। তবে ৫ম শতক থেকেই ভারত ছেড়ে পশ্চিমে অগ্রসর হতে থাকে। ১১ শতকে মুসলিম আক্রমনের পর বড় একটা দল ভারত ছাড়ে। আফগানিস্থান-ইরান হয়ে তারপর তারা পৌঁছে এশিয়া মাইনর। ওখান থেকে বলকান।

১৪ শতকে গ্রিস হয়ে ইউরোপে যায়। ১০০ বছরে ইউরোপে যায়। তখন বললাম, ১৫১৪ সালে জিপসী শব্দটা প্রথম ইংরেজিতে ব্যবহৃত হয়। শেক্সপীয়ার ও স্পেনসার -দুজনই জিপসী শব্দটা ব্যবহার করেছেন। ১৬ শতকের মধ্যেই ব্রিটেন ও স্পেন চলে যায় তারা।

প্রথম প্রথম নাকি ভালোই অভ্যর্থনা জুটেছিল রোমানিদের। জিপসীরা নাকি নবজাতক যিশুকে আশ্রয় দিয়েছিল মিশরে থাকার সময়। মিশরের রাজা ওদের বিতাড়িত করেছে। যিশু ইউরোপজুড়ে তুমুল জনপ্রিয়। কাজেই জিপসীদের অর্ভ্যথনা ভালোই হওয়ার কথা।

পরে অবশ্য ইউরোপীয়রা জিপসীদের রক্ষণশীলতার জন্য ওদের ওপর ভয়ানক ক্ষেপে ওঠে। আগেই বলেছি, রোমানি শব্দটার মানে স্বামী। রাম শব্দটার মানেও স্বামী। এদের কাছে অ-রোমানি রা বরাবরই অস্পৃশ্য। এর কারণ কি বৈদিক বর্ণভেদ? তারা কি ইউরোপে ভারতীয় স্পৃশ্য-অস্পৃশ্য বোধ সঙ্গে করে নিয়ে গিয়েছিল? যে বোধ আজও অনেককেই পীড়িত করে ... যাক।

মুসলিম শাসনে অবশ্য স্পেনে ভালো ছিল তারা। ১৪৯২ সালে খ্রিস্টানরা দখল করলে অবস্থা বদলে যায়। Between 1499 and 1783 the Spanish government enacted at least a dozen laws prohibiting Romani dress, language, and customs. In France the first official repression of Roma occurred in 1539 when they were expelled from Paris. In 1563 the Roma were commanded to leave England under the threat of death. Beginning in the 15th century, Hungarian and Romanian nobles, who needed laborers for their large estates, forced many Roma into slavery. In Romania the enslavement of Roma did not end until 1855. জিপসীরা ভয়াবহ সময়ের মুখোমুখি হল, ২য় বিশ্ব যুদ্ধের সময়। নাৎসীরা বলল, জিপসীরা অনার্য। এদের নিশ্চিহ্ন করতে হবে।

৫ লক্ষ রোমানি নাজী ডেথ ক্যাম্পে প্রাণ হারাল। যুদ্ধের পর পূর্ব ইউরোপের কমিউনিষ্ট শাসকরা জিপসীদের নির্দেশ দিল মূলধারায় মিশে যেতে। তাই কি আর হয় নাকি? চাকমাদের বাঙালি হয়ে যেতে বললেই চাকমারা বাঙালি হয়ে যাবে নাকি! সবাই স্বাতন্ত্র্য নিয়ে বাঁচুক। দেখতে হবে কারও ক্ষতিকর প্রথা -বিশ্বাস যেন অন্যকে পীড়িত না করে। যাক।

৮০ এবং ৯০-এর দশক থেকে ইউরোপে আবার রোমানিবিরোধী মনোভাব চাঙ্গা হয়ে উঠেছে। জীবনযাপন হুমকীর মুখোমুখি হয়ে পড়েছে। শিল্পায়নের নামে চারণভূমি থেকে উৎখাত করা হচ্ছে। ৫ The Roma, however, have been increasingly active in political and cultural movements to establish their rights and preserve their heritage. In 1979 the United Nations (UN) recognized the Roma as a distinct ethnic group. The International Romani Union, a non-governmental organization, represents the world’s Roma at the UN. Other organizations, such as the Union Romani of Spain and Phralipe of Hungary, campaign for civil rights in specific countries or regions. বিশ্বে এখন রোমানি জনসংখ্যা প্রায় ১৫ মিলিয়ন। বলকান উপদ্বীপে সবচে বেশি।

তারপর মধ্য ইউরোপে। স্পেন ফ্রান্স ইতালি রাশিয়া ইউক্রেন উল্লেখযোগ্য সংখ্যক জিপসীরা রয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কে ও উত্তর আফ্রিকায়। উত্তর আফ্রিকায় তারা যায় কলোনিয়াল সময়ে। ১৯ শতকে আমেরিকা কানাডা।

আমেরিকায় এরা গিয়েছিল বলকান ও রাশিয়া থেকে। আমেরিকায় ১৯৩০ অবধি গ্রামীন এলাকায় ঘুরে বেড়াত। অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পরে পূর্ব পশ্চিম উপকূলে বসতি স্থাপন করে জিপসীরা। তথ্য সূত্র: http://en.wikipedia.org/wiki/Romani_people How to cite this article: "Roma (people)." Microsoft® Student 2008 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2007. Microsoft ® Encarta ® 2008. © 1993-2007 Microsoft Corporation. All rights reserved.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.