আমাদের কথা খুঁজে নিন

   

কোরাবানী কোনভাবেই নিষ্ঠুরতা নয়ঃদেখুন বিজ্ঞান,যুক্তিশাস্ত্র আর ধর্ম কি বলে

ব্যস্ত শহর ঠাঁস বুনটের ভিরে আজো কিছু মানুষ স্বপ্ন খুজে ফিরে........

কোরবানী একটি নিষ্ঠুরতা এমন অভিযোগ অনেকেই করে। এটা প্রানী হত্যা ছাড়া কিছু নয় এমনটাই তারা বলে বেড়ায়। এর বিজ্ঞান ও ধর্ম ভিত্তিক মুল্যায়নটি তাই তুলে ধরলাম। ১)জ়ীব হত্যা মহা পাপ। এই যুক্তি যে ভেজেটেরিয়ানদের এবং একই যুক্তিতে যারা কোরবানীর বিপক্ষে তাদের কাছে প্রশ্ন, পশু হত্যা না করলে মানুষ খাবে কি?(সম্ভ্যাব্য উত্তরঃউদ্ভিদ) জবাবঃজগদীশ অনেক আগেই প্রমান করে গেছেন,উদ্ভিদের প্রান আছে!!তবে সেটাকি জীব হত্যা হবে না? ২)এর পরের কমন যে জবাব,ভেজেটেরিয়ানরা দেয়,সেটা হলোঃ প্রানী তার অনুভুতি প্রকাশ করতে পারে।

পশু হত্যা/কোরবানীর সময় তাদের চোখে আর্তনাদ দেখা যায়,যা নির্মমতা!!উদ্ভিদ তা করতে পারে না। জবাবঃউদ্ভিদ বিজ্ঞান এটাও প্রমান করেছে,প্রানীর ন্যায় উদ্ভিদেরো অনুভুতি প্রকট,কিন্তু তা সে প্রানীর মত বাহ্যিক ভাবে প্রকাশ করতে পারে না। এই যুক্তি যদি বাদ দেন তবে খেয়াল করুন, ধরুন আপনার ২টি সন্তান একটি সুস্থ অপরটি প্রতিবন্ধি (মুক,বধির,অন্ধ) কার প্রতি আপনার মমতা বেশি হবে?কাকে আপনি সবচেয়ে বেশি অনুগ্রহ করবেন? খুব স্বাভাবিক ভাবেই যে প্রতিবন্ধি। কারন সে তার অনুভুতি প্রকাশ করতে পারে না। তবে যারা এত জীব হত্যা জীব হত্যা করে তাদের তো হয় উদ্ভিদ ছেড়ে পশু খাওয়া উচিত,অথবা না খেয়ে মরে যাওয়া উচিত! ৩)এবার দেখুন ধর্ম কি বলে,ইসলামে পশু জবেহ ও কোরাবানীর কিছু নিয়ম আছে(যদিও তার অনেক গুলি পালন করা হয় না) a)সুস্থ পশু হতে হবে।

b)একটির সামনে আরেকটিকে জবেহ করা যাবে না। c)ধারাল অস্ত্র দিয়ে জবেহ করতে হবে। d)সবচেয়ে গুতুত্ব পুর্ন হলো,সেটাকে বলি দেয়া যাবে না!!! a,b,c এর পয়েন্ট গুলি দিয়ে সহজেই বুঝা যায় কেন তা করা হয়েছে। d অনুসারে বলি না দিয়ে ইসলামিক ভাবে কেন জবেহ করাটা ভালো সেটা দেখুন, যেকোন প্রানীর স্পাইনাল কর্ড কেটে ফেললে তার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে যায় সাথে সাথে,ফলে বলি করা হলে পশুর দেহ থেকে রক্ত সম্পুর্ন বেড় হতে পারে না। আর রক্ত হচ্ছে জীবানু পরিবহনের সবচেয়ে ভালো মিডিয়া।

কিন্তু জবেহ করলে সেই ব্যাপারটি হয় না। এখানে হৃদ ক্রিয়া চালু থাকে দেহের সকল রক্ত বেড় হওয়া পর্যন্ত। অবশিষ্ট যা থাকে তা ধৌত করার মাধ্যমে পরিস্কার হয়। ৪)আরেকটি বিষয় যুক্ত করা দরকার প্রানীর দেহে ৮টি অ্যামাইনু এসিড আছে এক সাথে,যা উদ্ভিদে নাই। আর এর সব কটাই মানুষের বৃদ্ধির জন্য দরকারি।

আর আমাদের দাতের দিকে তাকালে দেখা যায়,আমাদের ছেদন দাত ও পেষন দাত ২টাই আছে। যদি আমাদের শুধু উদ্ভিদ খাওয়ার জন্য তৈরি করা হত তাহলে কেন ছেদন দাত? ছাগলের,গরুর কি আছে? আবাএ বাঘ ,নেকড়ের দিকে তাকান...তাদের কেবন ছেদন দাত আছে!!!পেষন নেই কেন? উত্তর গুলি খুব সহজ প্রকৃত পক্ষে বেচে থাকতে খাবার লাগবে,আর তার জন্য কোন না কোন ভাবে জীব হত্যা আপনাকে করতেই হবে। আর ধর্মের দিক থেকে স্রষ্টা মানুষ কে সেরা জীব করে,আর বাকিদের তৈরী করেছেন আমাদের সেবায়.... ***************************** উপরে একটি পয়েন্ট কে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছিলঃ সংশোধনঃ যে সকল প্রানী উদ্ভিদ ভোজি তাদের কোন ছেদন দাত নেই,কেবল পেষন আছে। কারন তাদের মাংস ছেড়ার দরকার পরে না। কিন্তু মানুষের ছেদন দাঁত আছে,যেমনটা আছে মাংসাশি অন্য প্রানী যেমন সিংহ ,নেকড়ে ইত্যাদির।

(ভুলটি ছিলঃআগে উল্লেখ করা হয়েছিল,মাংসাশি প্রানির পেষন দাত নেই) Dental Anatomy of Rabbits Dental Anatomy of Dogs Dental Anatomy of Humans

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।