যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আমাদের এখানে (টোকিও)তে আজ ঈদ হচ্ছে; ক'মাস আগে বাসাবদল করার একটা সুবিধা পাচ্ছি, সেটা হলো বাসার কাছেই মসজিদ, মসজিদের নামটাও সেরকম, "টোকিও মাক্কী মসজিদ"।
দশ মিনিটের পথ পায়ে হেঁটেই মসজিদে যাওয়া যায়, তারপরও শীতের কাঁপুনীর ভয়ে এক প্রতিবেশী বাঙালীর গাড়িতে চেপেই গেলাম, "আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ" জপতে জপতে।
নামাজ পড়ে মসজিদের স্পন্সরেই সবাই মিলে খেলাম গরুর মাংসের খিচুড়ী, আর আগেই তো মিষ্টিমুখ করেই বাসা থেকে বের হওয়া হলো। অনেকদিন পর ঠিকমতো ঈদ করছি বলে মনে হচ্ছে, যদিও এখন অফিসে বসে (বসে টের পাইলে ঈদ ছুটে যাবে যদিও )।
মন ফুরফুরা, এইরকম ফুরফুরা মেজাজে মনের আনন্দ সবার সাথে শেয়ার করা দরকার।
সবাইকে বড়সড়ো, ঈদ মোবারক।
ঈদে বয়ে যাক আনন্দের ধারা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।