আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে নোকিয়া ৩১১০ ক্লাসিক সেটটাই কিনলাম

isanur.blogspot.com
অনেক চিন্তাভাবনা করে অবশেষে নোকিয়া ৩১১০ ক্লাসিক সেটটাই কিনলাম কয়েকদিন আগে এ ব্যাপারে সাহায্য চেয়ে একটি পোস্ট দিয়েছিলাম । বেশিরভাগ ব্লগাররা নোকিয়া ৩১১০ ক্লাসিক কিনতেই উৎসাহ দিয়েছিলেন। আমিও দেখলাম, আমার বাজেটের মধ্যে নোকিয়া ৩১১০ ক্লসিকই বেস্ট। নোকিয়া ৩১১০ ক্লাসিক সেটটা কেনা মূলত ইন্টারনেট (এজ) মডেম হিসেবে ব্যাবহার করার জন্য। কয়েকদিন ব্যাবহার করে ভালই মনে হচ্ছে।

স্পিড প্রায় ১৫-২৫ কেবি/সেকেন্ড (KB/sec) পাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সেট দিয়ে বাংলা ওয়েবসাইট (সব না) পড়া যায়। আমি এখন প্রায়ই সামহোয়ারইন ব্লগ আমার ফোন থেকেই পড়ছি। ফোন থেকে কমেন্ট (বাংলা ও ইংরেজি) এমনকি রেটিংও দেয়া যায়। অপেরা মিনি থেকে যেকোন ওয়েবসাইট খুব দ্রুত দেখা যায়।

এছাড়া অন্যান্য ফিচার যেমন এমপিথ্রি কোয়ালিটি, ক্যামেরা, জাভা বেইজড বিভিন্ন এপলিকেশন, গেমস খুব ভালভাবে চলে। এছাড়া বাটনগুলো ইউজার ফ্রেন্ডলি, দেখতে ছিমছাম সবমিলিয়ে বেশ ভাল। সমস্যার শুধুমাত্র এজ মোডেম হিসেবে ব্যাবহার করলে চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়। এক্ষেত্রে মডেম হিসেবে ব্যাবহার করার সময় চার্জার লাগিয়ে রাখতে হবে নোটঃ পরামর্শদানকারী সকল ব্লগারদের অশেষ ধন্যবাদ জানাই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।