মায়া লাগাইসে...পিরিতি শিখাইসে…দেওয়ানা বানাইসে… কি জাদু করিয়া বন্দে…মায়া লাগাইসে…...... সবাই গেছে ট্যুরে আর আমি একা বইসা আছি… একলা নিজের ঘরে! দোস্ত তোরা ঘুরে বেড়াস পারো, পুনাখায়! আমি বেকার হেটে বেড়াই একুশের বইমেলায়… ট্যুরের ছবি তুইলা আনিশ ডিএসএলআর এ দুধের স্বাদ ঘোলে মিটামু এই ছিলো কপালে!! ক্যাচালঃ প্রায় পুরো ব্যাচ গেছে সার্ক ট্যুরে। ইন্ডিয়া আর ভুটানের অসাধারন কিছু স্পটে ঘুরে বেড়াবে ১০দিন!! মিস করছি সব ফ্রেন্ডদেরকে। স্যারের মুখে আগের ব্যাচের ট্যুরের অনেক গল্প শুনেছিলাম বলে আফসোস আরো বেশি হচ্ছে!! কিছু ফ্রি ছবি দিলাম। ফ্রি ফ্রি ভুটান দেইখা নেন….
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।