আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই শুক্রবারে একটা কাহিনী হতে পারে। শিবির নাকি বাইতুল মোকাররম এ অবস্থান শুরু করবে পাল্টা শাহবাগ কর্মসূচী হিসেবে। উপরন্তু ওইদিন সিলেট- চট্রগ্রাম এও মসজিদ থেকে জঙ্গি মিছিল শুরু হবে কেননা আগামী সপ্তাহে সাঈদির রায় আসন্ন।
শাহবাগে প্রতিদিন গন মিছিল শুরু করতে হবে ।
প্রথম দিকে মিছিলটি শাহাবাগ থেকে শহীদ মিনার-ঘুরে জগন্নাথা হলের সামনে দিয়ে এসে উদ্য়ন স্কুলের সামনের রাস্তা ঘূরে আবার শাহাবাগে গিয়ে থামতে হবে । পরের দিকে এর রুট বদলে একটু বড় পথ ঘুরতে হবে । যেমন করা যেতে পারে শাহাবাগ থেকে শহীদ মিনার– দোয়েল চত্তর হয়ে হাইকোর্টের সামনে দিয়ে গিয়ে আইইবি ঘুরে আবার শাহাবাগে গিয়ে শেষ করা যায় । এভাবে কয়েক দিন চলার পর বড় পদক্ষেপ ঘোষনা করতে হবে ।
এই এলাকা সংলগ্ন প্রতিটি স্কুলের সামনে স্কুল ছুটির ২০ মিটের মধ্যে এক ঘন্টার মানব বন্ধন ও গন মিছিল করতে থাকুন । শাহাবাগে আসতে সরাসরি আহবান জানান ।
---
যারা বলছে “আইন মানতে হবে আমাদের” তাদের তালিকা তৈরী করে বারবার শাহাবাগে পড়তে হবে এর পর একদিন এই রাজাকারের কার্যালয় অভিমুখে মশাল মিছিল, গোলাম আজমকে রাখা পিজি হাসপাতালের কক্ষে থেকে তাকে তুলে রাস্তায় হাজির করা । আর এর ঘোষনা দিতে হবে জমায়েত অনেক বড় হওয়ার পর । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।