আর মাত্র কয়েকদিন বাকী। আসছে ঈদুল-আজহা। কত কাজ, কত প্রস্তুতি। সকাল থেকে উঠেই অনেক ব্যাস্ততা শুরু হবে। ঈদের দিন আসলে অনেক কিছুই মনে পড়ে যায়।
তবে ছোটবেলার আর এই বেলার ঈদের মধ্যে অনেক পার্থক্য। এখন অনেক দায়িত্ব। আর ছোটবেলায় তেমন কোন দায়িত্ব ছিল না।
ঈদ এবার ঢাকাতেই করছি। মানে শ্বশুড়বাড়ীতে।
বিয়ের পর থেকে সব ঈদই এই ঢাকাতে করেছি। তবে কোন কোন বার ঈদের পরে বাড়ীতে গিয়েছি। কিন্তু এবার আর হচ্ছে না বিভিন্ন কারণ বশত।
এখন অনেক দায়িত্ব। পুরো সংসার ছাড়াও বাসার অনেক টুকিটাকি কাজ থাকে।
সবই আমাকে দেখতে হয়।
আপনারা কে কোথায় ঈদ করছেন? বলবেন। যারা ঈদে বাড়ী যাবেন, তারা ভালো ভাবে বাড়ীতে পৌছান এবং ঈদ শেষে ভালো ভাবে ফিরে আসুন। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। সবাই ভালো থাকেন, সেই দোয়া করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।