আমাদের কথা খুঁজে নিন

   

অগ্নির...



অনেকদিন শুধুই ভেবেছি । এখন থেকে লিখব । নানাজনে নানা কথা বলে । কেউ বলে ভালো , কেউ খারাপ । আগে বড়ই দুশ্চিন্তিত হতাম ।

সত্য বলে জেনেও সত্য স্বীকার করছেনা কেন ?মুখে একরকম বলে কাজে অন্যরকম করছে কেন ?নিজের বেলায় একরকম, পরের বেলায় অন্যরকম নীতি কেন? কোনো উত্তর নাই । দুনিয়ায় এসেছি খুব বেশী সময় না । জীবনের অনেক টুইস্ট বুঝতে দেরী হয়েছে । আরও অজস্র ব্যাপার আছে যা এখনও বুঝিনি । তবে একটা কথা জেনেছি ।

যা সত্য, তা কেউ মানুক বা না মানুক, তা সত্যই থাকে । সত্যকে কেউ অস্বীকার করলেই তা উড়ে যায়না । অবিশ্বাসীরা আর সত্যকে ঢাকা দেবার চেষ্টাকারীরা কালের স্রোতে একসময় হারিয়ে যাবে। দেশ কাল পাত্রের সীমা ছাড়িয়ে যা টিকে থাকবে, তা হল সত্য । গ্যালিলিওকে যারা পুড়িয়ে মারতে চেয়েছিলো তারা আজ কোথায়? যে সত্যকে তখন কেউ বিশ্বাস করেনি রয়ে গেছে সেটাই ।

তাই আমি-তুমি-আপনি মিলে যত তর্কই করিনা কেন, সত্যের তাতে কিছুই আসে যায়না । তবে হ্যাঁ, যাকে সত্য বলে জেনেছি, "যতক্ষন দেহে আছে প্রাণ" , তার পক্ষে লড়াই করে যাব । আগুন ঝরাব । আগুন ঝরাব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।