আমাদের কথা খুঁজে নিন

   

স্বত্ন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা কি ফ্যাক্টর হতে পারবে ?



জোট এবং মহাজোটে বেশ কিছু স্বত্ন্ত্র ও বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আবদুল মান্নান ভূইয়া , জেড এ খান কিংবা মাহমুদুর রহমান মান্না আছেন এই বিদ্রোহীদের কাতারে। মান্নান ভূইয়ারা প্রয়োজনে(আওয়ামীলীগ জিতলে) সরকার কে সমর্থন দিয়ে যাবেন।আর চার দলীয় জোট জিতলে ও দর কষাকষি করে দলে ভিড়তে চাইবেন।এমন একটা সাক্ষৎকার তার টিভিতে দেখলাম। যারা একসময় সংস্কারপন্থি বলে বিবেচিত ছিলেন , তারা এখন ভোটের মাঠে। তবে কি কিংস পার্টি তাদের কিছু মুখ পাশ করিয়ে আনতে চায় ? স্বত্ন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা কি নবম জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাক্টর হতে পারবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।