সে এক চকিত মুখ
হঠাৎ উদিত হয়ে
চোখে চোখে চাষ করে সরিষার ফুল !
উদভ্রান্ত করে তোলে।
মনের গহীন হতে বেয়ে বেয়ে উঠে আসে
অনামিক আনকোরা সুর
আদ্যপ্রান্ত প্রশ্ন দিয়ে গাঁথা--
কেন এই মুখ আমি আগেই দেখিনি ?
সঠিক ঘাটের নৌকা
আরেক সঠিক ঘাটে কেন ভিড়ালাম ?
এ মাটিতে অঙ্কুরিত আমি কেন
ও মাটির সোঁদা গন্ধে নেশাগ্রস্ত হই ?
এ কালের বাঁশিয়াল কেন আরো বহু আগে
হইনি সুরেলা ?
কিংবা আরো পরে কেন
নই আমি নবান্নের রূপশালী ধান ?
আরব্য রজনী ফুঁড়ে
খুঁড়ে চলি জীবনের নানান সওয়াল...
তার শেষ কতো দূরে..................... ?
অথচ উতলা করে ট্রয়ের ঘোড়ার খুর
টুক্ টাক্ ! টুক্ টাক্ !
এখন ওল্টাবো আমি
কী বইয়ের পাতা ?
প্রশ্নাতুর তৃষ্ণাতুর জর্জরিত ঋষি..
কখন যে কার ধ্যানে মগ্ন হবো প্রভু ?
এই বুঝি ভঙ্গ হলো নিখুঁত সন্ন্যাস ?
সন্ন্যাসিনী সই,
অনেক দিয়েছো প্রশ্ন
উত্তরের সাদা পথে
কোন দিন
নকীবের চেহারা চেনাবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।