ডুবোজ্বর
২৬১২০৭-১
আমাকে তাদের মুখ দেখতে হবে না
আমি সূর্যের আলো থামিয়ে দিতে পারি
পলক ফেললেই আলোর মৃত্যু
আমি তাদের জন্যে লিখছি
নিষ্কলম তাই কাগজ শাদা শাদা
তারা কলম কেড়ে নিয়ে মাটিতে বুনে দিয়েছে
আমি তাহাদের মুখ দেখি না
আলোসকল থামিয়ে দিই
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-২
আমি হেঁটেছি
আমার পায়ের তলায় হেঁটেছে একটিপথ
পথেরও পা থাকে
আমি সকালের কুয়াশা দেখেছি
ওইধারে দুপুরের রোদের ভিতর
তাদেরও দেখেছি
তাদের মুগ্ধচোখ
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৩
তারা যেমন ঘ্রাণঅতিক্রান্ত পথে হাঁটে
আমি পরোয়া করি না
বুকে লুকিয়ে রেখেছি কুসুম
কুসুমের রঙ শাদা
একদা তাহার বিবাহের পর
আমরা পরস্পর গোপন হাজারবছর
এখন আমরা তারা
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৪
সে তার উপপথে গতায়তরাত
সে তার শয্যাসকল খামছে ধরে
তাহারা পরস্পর দেহের কারবার
লোকজন নেই কোনো
জলপাইয়ের একটি পাতাই তাকিয়ে থাকে
পাতার রঙ লাল
----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৫
মন্দিরে গিয়ে অন্যদের দেখে এসেছি
তারা এখনো নত
তারা নদীকে নিমন্ত্রণ করে
একটি চিলপাখি উড়ে যায়
চিলের পাখায় কম্পন আছে
সেই কম্পন অন্যদের বুকের ভিতর
এখনো নত হই নি
সে এলে হতেও পারি
একটি চিল উড়ে যাবে
--------------------------------------------------------------------------------
২৬১২০৭-৬
তার যাওয়ার জায়গা অনেক
একা যেতে হবে
স্মৃতি আর স্বপ্নের মাঝখানে পথ
সকল প্রত্যাখ্যান
সমস্ত গ্রহণ
সমস্ত জায়গা সমাধি
একা যেতে হবে
একটি নদী আছে
-----------------------------------------------------------------------------------
২৬১২০৭-৭
পাথরচোখের দৃষ্টি ফিরিয়ে নিয়েছে সে
সতেরোবছর হবে
এখন জলের দিঠি
তার প্রতীক্ষা
তার শাদারঙ
তার আকাশ
সমস্ত ছবি হয়ে গেছে
পাথর ফিরিয়ে নিয়েছে চোখ
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৮
অথবা তার হাতখানি আমার উরুতে প্রোথিত
তাহার মুখ আমার স্রোতে
ঘননীলশঙ্খ
শঙ্খরঙআকাশ
তার দাঁতের ঝিলিক
আমি বিবশ হয়ে যাই ছাব্বিশবছর
আমি রঙ পান করি
আর স্বেদগানে ম্লান হয় সমগ্রভাঁটফুল
অথবা তার স্তনদল নিমিঝিমিঘাসের বকুল
---------------------------------------------------------------------------------
২৬১২০৭-৯
সে নদীতে আছে
জানে না সাঁতার কাটছে
সে স্বপ্নের ভিতরে
ভিতরে নৃত্য আছে
নৃত্য আর মৃত্যু ভাইবোন
সে ঢেউয়ের প্রতীক্ষা
অথচ আসছে স্রোত
--------------------------------------------------------------------------------
২৬১২০৭-১০
আমি তোমার সমুখে নগ্ন দাঁড়িয়ে
অস্পৃশ্য
তোমার বুক কম্পমান
আমি অস্পৃশ্য
তোমার চোখ আরক্তিম বিবশ
মদালস স্বপ্নতীর
কাঁপছে ওষ্ঠাধর
আমি নগ্ন দাঁড়িয়ে আছি
তুমি সুতোর আড়ত
তোমার স্তনে ঘুরছে বৃত্ত পৃথিবীর
তোমার ওষ্ঠাধরে কাঁপছে রক্ত
তুমি বিবসন হবে না বলেই আমি নগ্ন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।