আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের ছড়া।

আমি একটা কান্ড জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত, আনস্মার্ট, আনকালচার্ড, অভদ্র, বোকা, বলদ, গাধা, আহাম্মক, বদের হাড্ডি।
প্রেম একটা এমন জিনিষ সবাই তাকে চায়... প্রেম ছারা এই জীবনে সবই অসহায়.... প্রেম নিয়ে লিখা হয় হায়রে কত কবিতা..... কেউ আবার প্রেম নিয়ে দেয় বড় বক্তিতা.... কেউ আবার প্রেম করে খালি পকেট ভরে.... কেউবা আবার ছ্যাকা খেয়ে শুধু শুধুই মরে.... ছ্যাকা খেয়ে হাত কেটে লিখে কত চিঠি..... কত সাধের প্রেমযে তাহার টেনে নিলো ইতি.... প্রেম নিয়ে সারাক্ষন ব্যাস্ত থাকে যারা..... প্রেমের হরিন তাদের কাছে দেয়না যে হায় ধরা।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।