আমাদের কথা খুঁজে নিন

   

নরপিচাশের তান্ডব ও একটুকরো পৃথিবী



হিমাদ্রি শেখর মধ্যরাত সবাই মত্ত ভোগবাদী জীবনধারার রাত্রি যাপনে ঘোলাটে দু চোখ আবছানীল বর্ণ মাথার উপর অমাবস্যার অদেখা চাঁদ ঘুরপাক খাচ্ছে ড্রাম,গিটার, ড্রপসেট ও বাঁশির সুরেলা আওয়াজ । অর্ধনগ্ন মানব মানবীর আদিম নৃত্য বুকের কাপড়,শরীরের কোমল ভাঁজ নাভি সবই খোলা এখানে লুকানোর কিছুই নেই যা আছে সব দৃশ্যমান কাম কামনার উৎসধার তাই মধ্যরাতের এ আয়োজনে ব্যস্ত সবাই দেশী ভিনদেশী সবাই এক রকম জাতের বাছবিচার নেই । জগতের আনন্দ যজ্ঞ তাদের নিমন্ত্রণ পাঁচ তারকা হোটেলের বল রুমে নতুন ঈশ্বরের আর্বিভাব তবে কামরূপ কামাখ্যার এখানে পূজো হয় প্রতিরাতে পূজারী বাঙালী অ বাঙ্গালী ইংলিশ পান্ডা। নিকষ কালা অমাবস্যার রাত চারদিক নিস্তব্দঃ পুরো শহরের মধ্যভাগের একটুকরো পৃথিবীর মানুষেরা এখানে এসে জমায়েত হয় আদিম সুখের আশায়, ভাব বিনিময় হয় শারীরীক ভাষায় কথা হয় অংগে অংগে। ভাব বিনিময়ের শেষ পর্বে আসে মৃত্যুদূত হাতে গ্রেনেড বোমা একে ৪৭, এম ৬৬ এল এমজি আর সর্বশেষ প্রযুক্তির মারাণাস্ত্র ক্ষনিকের মধ্যে তাদের প্রয়োগ খুব নির্মম চারদিকে লাল রক্ত ছোপ ছোপ দাগ আর থেমে থেমে ভেসে আসা গগন বিদারী আর্তনাদ বাঁচাও বাঁচাও আমাকে একটু জল দাও । মধ্যরাতের মুম্বাইয়ের একটুকরো পৃথিবী হয়ে যায় জল্লাদের কসাইখানা, দায়িত্ব স্বীকার করে মৌলবাদী ভোগবাদীরা ও ধর্মান্ধ মৌলবাদীদের ভয়ানক শাস্তি কি করুণ আর্তনাদ ভেসে আসা আর্তনাদ বার বার বেজে ওঠে কানে কানে হায় মধ্যরাতের একটুরো পৃথিবী এ কি হলো তোমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.