আমাদের কথা খুঁজে নিন

   

সুবাহ্ হো গ্যায়ি মামু! (A Tribute to MAMU)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
মামু! মাম্মাহ্! গত কয়েক বছরে কতোবার কতজনকে যে এই সম্বোধন দু'টা ব্যবহার করতে দেখেছি তা কোন ইয়ত্তা নেই। আসুন আজ এই মামুদের সম্পর্কে কিছু জানি। মামুদের ব্যাপারে কিছু সাধারণ প্রশ্নোত্তর: প্রঃ কারা মামু? উঃ মামুদেরকে কয়েকভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। মামু হলেন তারা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে এমন কোন কাজ করার ক্ষমতা রাখেন যা অন্য আর কারো দ্বারা সম্ভব না। নিজের এই অনন্য ক্ষমতা বলে মামুরা কাজ করিয়ে নেবার জন্য জনপ্রিয় সত্বায় পরিণত হন।

আবার কলেজ ও ভার্সিটির ছাত্রদের মধ্যে বয়সে তাদের চাইতে বয়সে বড় কোন প্রতিষ্ঠান বা হোটেল রেস্টুরেন্টের নিম্নপদের কর্মচারীদেরকে মামু ডাকতে দেখা যায়। আবার মামু হতে পারেন কোন চা, ঝালমুড়ি, চটপটি বা বাদাম বিক্রেতা। তবে মামু বয়সে ছোট হলে তাকে "মাম্মাহ্" ডাকার চল আছে। মামুর মতোই আরেকটি প্রচলিত সম্বোধন হচ্ছে "কাক্কাহ্"। বন্ধুকূলে আড্ডাকালে বয়সে সমান কিন্তু দেখতে বড়সড় এমনদেরকে মামা ডাকারও চল আছে।

এছাড়াও কাউকে বোকা, বলদ, আবাল মামু বোঝানো হলেও মামু শব্দটি ব্যবহৃত হয়। যেমন মুন্না ভাই MBBS এ সন্ঞ্জয় আর আরশাদ কাউকে বোকা বোঝাতে সবসময় বলতো - ''বিলকুল মামু হ্যায়''। কিংবা বেকুব বানানো অর্থেও মামু বলতো, যেমন - ''উসকো মামু বানা দিয়া''। প্রঃ মামুরা কি বিপদজনক? উঃ কখনো কখনো। বিশেষতঃ মামুর মধ্যে যদি চোগলখোরীর স্বভাব থাকে তবে গোপন কথাটি আর রইবে না গোপন এবং এক জায়গার কথা অন্য জায়গায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না।

এসব ক্ষেত্রে অফিসের পিয়ন মামুরা সবচাইতে বিপদজনক। অফিসে আপনার বসের ব্যাপারে করা কোন কটুক্তিই আপনার কাল হয়ে যেতে পারে। প্রঃ মামুদেরকে মামু কেন ডাকা হয়? উঃ মামার কাছে আব্দার করে যেমন খুব সহজেই কোন কিছু পাওয়া যায়, মামুদের কাছে কোন কিছু চাওয়াটাও ঠিক তেমন। ঠিক যেন মামাবাড়ির আব্দার। এছাড়াও কাওকে ডাকার জন্য সম্বোধন খুঁজে না পাওয়াটাও মামু ডাকের অন্যতম প্রধান কারন।

অনেকেই আবার মামু ডেকে স্মার্টনেস জাহির করতে চান। বিখ্যাত হিন্দি ম্যুভি মুন্না ভাই MBBS এর জনপ্রিয় দু'টি চরিত্র মুন্না (সন্ঞ্জয় দত্ত) আর সার্কিটকে (আরশাদ ওয়ারসি) খুব ঘনঘন "মামু" ডাকটি ডাকতে দেখা গিয়েছিলো। যারা মামু হতে পারেন ১. কলেজ বা ভার্সিটির ক্যান্টিন, ক্যাফেটেরিয়ার বা কোন সেকেন্ড ক্লাস রেস্টুরেন্টের বেয়ারা ২. অফিসের পিয়ন ৩. দারোয়ান ৪. স্কুল ও কলেজের ল্যাব এ্যাসিস্টেন্ট/সহকারী ৫. রাস্তার পাশের মুদির দোকান বা চায়ের তোকানের বিক্রেতা, চা, ঝালমুড়ি, চটপটি বা বাদাম বিক্রেতা ৬. রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, বাস চালক বা বাসের কন্ড্যাকটর ৭. পুলিশ ৮. সরকারী প্রতিষ্ঠানের দালাল গোষ্ঠীর সদস্যরা ৯. বিদ্যুত, পানি, গ্যাসের লাইন মেরামতকারী বা যে কোন কিছুর মেকানিক মামুর প্রকারভেদ: মামু প্রধানত দুই প্রকার। এরা হলেন - ১. সুবিধাবাদী মামু: সুবিধাবাদী মামুরা হলেন সেই মামু যারা কোন কাজ করে দেবার জন্যে টাকা বা কোন বাড়তি সুবিধা নেন। প্রফেশনাল মামুরা এই লেন-দেনের বিষয়টাতে বেশ অভ্যস্ত হয়ে পরেন।

যেমন: অফিসের পিয়ন মামু, কেমিস্ট্রি বা ফিজিক্স ল্যাবের মামু। ২. স্বপ্রণোদিত মামু: এরা কোনা কাজ করে দেবার জন্যে কোনরূপ প্রতিদান আশা করেন না। কখনো কেউ খুশি হয়ে কিছু দিলে নিতে চান না, বাধ্য হয়ে নেন। স্বপ্রণোদিত মামুদের কে তাই সত্যিকারের উপকারী বলা যেতে পারে। পরিশেষে: মামু সম্প্রদায় আজ আমাদের সমাজের একটি অপরিহার্য অংশ।

মামুদের দ্বারা অনায়াসেই আমরা অনেক কঠিন কঠিন কাজও করে ফেলছি মুহূর্তেই - তা সে কেমিস্ট্রি ল্যাবে লবন শনাক্তকরনই হোক আর অফিসে ফাইল চালাচালি। মামু ছাড়া আজ আমরা অচল। আর তাই এই মামুদের স্মৃতিচারন করে তাদের প্রতি একটি গান উৎসর্গ করলাম। ফিল্ম: মুন্না ভাই MBBS গান: সুবাহ্ হো গ্যায়ি মামু ডাউনলোড লিংক: View this link ভিডিও: কৃতজ্ঞতা: বোকা বোঝাতে মামু শব্দটির ব্যবহার অংশটি ব্লগার ইন্ডিয়ানা জোন্সের কমেন্টের সৌজন্যে প্রাপ্ত। তাকে অসংখ্য ধন্যবাদ! একটি নাফিস ইফতেখার ল্যাবরেটরী গবেষণা ২০০৮
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.