ডুবোজ্বর
৩০০৪০৭
কোরাসে তোমার কণ্ঠস্বর শোনা গেলো
শোনা গেলো উড্ডিনশয্যার করতলগত
যার অধর বিষে রঙিন
তোমাকে টানে নি সবিনয়ভুল
আমি নীলরঙ ওষ্ঠাধর গুঁজে দেবো কার ঠোঁটের খোঁপায়
যেদিন বজ্রপাতে নীল হলো বৃষ্টির শব্দ
তোমরা দুইজন দ্বৈতসত্তা
আমাকে আলোড়িত করেছো
ভিড়ের মধ্যে স্বেদগন্ধে চিনে ফেলি তোমার শরীর
কোরাসে কণ্ঠস্বর জমা রেখে হারিয়ে যেতে চাও ভিড়ে
একটু দাঁড়াও
দেখো অধরে বিষ এনেছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।