আমাদের কথা খুঁজে নিন

   

আনিকা'র বাড়ী ANIKA'S HOME

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
অর্ধ গোলার্ধ পেরিয়ে কানাডার রাজধানী অটোয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় দীর্ঘ্য পনর বছর পর বেড়াতে এসেছে কানাডার কার্ল্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের ছাত্রী আনিকা হোসেন। বাংলাদেশী-কানাডীয়ান আনিকা হোসেন প্রবাসে একজন প্রফেশনাল টিভি উপস্থাপিকা ও বটে। আনিকার জন্য এটি একটি প্লেজার ট্রিপ হলেও তার পরিবারের জন্য তার এ বাংলাদেশ মিশন আরেক মজার উপলক্ষ্য এনে দেয়। আত্নিয় স্বজনরা উঠে পড়ে লেগে যায় বিয়ের বাজারে কাঙ্খিত এ পাত্রীর জন্য এক জন যোগ্য পাত্রের খোঁজে।

আনিকার বাড়ী* ইহা একটি সাইফুল ওয়াদুদ হেলাল নির্মীত স্বল্প দৈর্ঘ্য প্রামান্য চিত্র। শুটিং ফরমেট: এইচডিভি। দৈর্ঘ্য: ৬ মি: ৩৭ সে: ANIKA'S HOME a film by Saiful wadud helal: From half way across the word from Canadas capital Ottawa to Bangladeshs capital Dhaka, Anika hossain a political since student at Carlton U Ottawa. She is a tv host also, she is visiting Bangladesh now. After 15 year her parent send her there native country to choose a husband for herself. The interesting part is her parents seriously wants that one day after finishing study she will join the Canadian politics. She has something interesting to tell about political marriage and cultural marriage. *বন্ধুরা ব্লগে তাফালিং এর ফাঁকে ফাঁকে ইদানিং কানাডীয় এক সংস্থার লাইগা এই ধারার পাঁচটি স্বল্প দৈর্ঘের কাম করতেছি। প্রথমটা শেষ করেই গরমাগরম আপ্নেগ লগে শেয়ার কর্লাম। দেশী বন্ধুদের হাইস্পীড কানেকশন থাকলে একটু ধৈর্য্য ধরলেই ভিডিওটা দেখতার্বেন।

বিদাশীদেরত কোন অস্সুবিধাই নাই। দোয়া রাখিয়েন, অল্লাহি আল্লাহ্।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।