আমাদের কথা খুঁজে নিন

   

চাকরির নিয়োগ নিয়ে কিছু কথা



কয়েকদিন আগে অফিসে আমার এক ছোট ভাইকে (একই ইউনিভার্সিটি থেকে পাশ করা) অন্য বিভাগের ওরই বন্ধু বলেছিল-"তোদের ইউনিভার্সিটির পাশ করা ক্ষেতগুলোর কারনে চাকরির বাজার খারাপ হয়ে যাচ্ছে। " কথাটি বলার কারন, আমার ছোট ভাই যেখান থেকে পাশ করেছে, সেখানকার একটি ছেলে ইন্টারভিউ বোর্ডে কম স্যালারি চেয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন আমার ছোট ভাইটি দেশের ১ম সারির নাম করা সরকারি ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাশ করা আর ওর বন্ধু কি এক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা। আসলে চাকরির বাজার খারাপ করার পেছনে কারা দায়ী? যদি ঠিকমত যোগ্য পার্থীকে চাকরি দেওয়া হতো, তাহলে হয়তোবা যে ছেলেটি এই কথা বলেছিল সেই আজ পর্যন্ত বেকার থাকতো। একটা ছেলে ইচ্ছা করে কখনই তার ভ্যালু কমায় না যতখন পর্যন্ত না সে বাধ্য হয়।

খুব খারাপ লাগে যখন দেখি ভালো জায়গা থেকে পাশ করেও, অনেক ভালো রেজাল্ট করেও চাকরির জন্য হন্যে হয়ে দৌরাদৌরি করে। আমি প্রাইভেট ইউনিভার্সিটির বিপক্ষে না। কিন্তু শিক্ষার মান কোথায় কেমন তা আপনারা যেমন জানেন, আমিও জানি। ভালো জায়গায় লেখাপড়া করার জন্য অনেকে প্রিয়জনদের ছেরে দুরে যেয়ে লেখাপড়া করে। তাদের এতো ত্যাগের কি মুল্য আমরা দিচ্ছি।

ভেবে দেখা দরকার নয় কি? আজ থেকে ১৫-২০ বছর পর আমাদের সন্তানও যে এইসব পরিস্থিতির স্বীকার হবে না, কে বলবে। আমাদের মধ্যে যারা বড় পজিশনে আছেন, তারা যদি একটু স্বার্থ ত্যাগ করে যোগ্য পার্থিকে নিয়োগ দেন, তবে কিন্তু এই অনাকাংক্ষিত চাকরি বিষয়ক জটিলতা অনেকাংশে কমে যেত। আসেন না সবাই মিলে একটু চিন্তা করি। এখনই সময়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।