munirshamim@gmail.com
গত ১৯ নভেম্বর ০৮ মহাকবি মাইকেল মধুসুদনের বাড়িতে গিয়েছিলাম। কপতাক্ষের তীরে সাগরদাড়ি গ্রামে। বাড়িটি এখন যাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে..........কবির স্মৃতিবিজড়িত বাড়ির কিছু ছবি...
কবির বাড়ির মূল ভবনের সামনে স্থাপিত কবির আবক্ষ মূর্তি
কবির বাড়ির মূল গেইট................
কবির বাড়ির ভেতরের আঙিনা ও ভবন...যার একটিতে কবি বসবাস করতেন
সামনের রাস্তা থেকে তোলা কবির বাড়ির ছবি.
কবি বাড়ির পূজা ঘর....
কাঠের সিন্দুক........এটি খাট ও জমিদারীর টাকা সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো..........
টুপি রাখার পাত্র..............
কবি বাড়িতে ব্যবহৃত কলের গান..........
কবির হাতে লেখা......................
ওপরে দোতলার ঘরটিতে কবি থাকতেন
কবি বাড়ির সামনে আম গাছ
কপোতাক্ষের তীরে যশের জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত বাংলোয় কবি স্মৃতি লাইব্রেরি...
কপোতাক্ষের নদের এ ঘাটে কবি তার স্মৃতিময় দিনগুলো কাটিয়েছেন...কবিতা লিখেছেন...যদিও সে কপোতাক্ষ আজ আর নেই..কপোতাক্ষ নিজেও মৃত আজ..যেন বা কবির বিরহে কাতর..কোন স্রোত নেই...জোয়ার নেই..ভাটাও নেই..নিশ্চল এক কপোতাক্ষ!!! কবি বেঁচে থাকলে হয়তো নিজেও আঁতকে উঠতেন.........কপোতাক্ষের এ বাধ্যক্য দেখে কেঁদে উঠতেন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।