টেস্ট ক্রিকেটটা আসলে খুব কঠিন এই কঠিন কথাটি টেস্ট ক্রিকেটের দশ বছর বয়সে এসে উপলদ্বি করল আমাদের অধিনায়ক সাহেব। তাহলে কবে টেস্ট ক্রিকেটটা আমাদের জন্য সহজ হবে তা কি বলতে পারবে আমাদের অধিনায়ক সাহেব।আফ্রিকানস ভাষার অন্যতম সেরা দৈনিক ফোকসব্লাডের সাংবাদিক ইয়োহান ডে ইয়াগার জানালেন "বাংলাদেশের সঙ্গে খেলা হলে এখানকার রিপোর্টারদের লেখায় 'কিকেন মুরত' চলে আসেই।" ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশ দলের যা পারফরম্যান্স তাতে অপমানজনক শব্দ দুটো ব্যবহারের অবাধ সুযোগ আবারো মিলে গেছে তাদের সামনে।'কিকেন মুরত' ইংরেজিতে এর অর্থটা দাঁড়ায়, "চিকেন মার্ডার"। বেনোনিতে দ্বিতীয় ওয়ানডের পর তো বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রবল সমালোচনায় মেতেছিলেন প্রোটিয়া অধিনায়ক। আসলে কোথায় যে আমাদের সোনার ছেলেদের সমস্যা তা বোধ হয় তারা জানেনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।