মেঘের উপর আমার নীড়!
আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা আমার একটা রোগ। আমি খুব স্বপ্ন দেখতাম। মাকে কল্পনা করতাম। মায়ের মুখটা কেমন ছিল? মাযের গায়ের গন্ধটা শুকতে চেষ্টা করি।
মা- তুমি কোথায়? মাগো, কোথায় লুকিয়ে আছ তুমি মা?
খুব ভয় করতো। ভয়ে ঠক্ ঠক্ করে কাঁপতাম। জানো মা, তোমার পিচ্চিটা এখন আর ভয় পায় না। তোমার সোনামণিটা এখন শার্টের বোতাম লাগাতে জানে। জুতোর ফিতা বাঁধতে জানি।
মা-তুমি কী আমায় দেখতে পাও? জানো মা, আগে খুব ক্ষুধা লাগতো, এখন লাগেনা। আগে কান্না করতাম, এখন করি না। জানো মা তুমি? গাছের ওই সুখী সুখী পাতা গুলোর সাথে আমি কথা বলি। ওরা খুব পাজি। মাঝে মাঝে আমাকে বোকা বানায়।
খুব রাগ লাগে জানো!
মা- ও মা..তুমি শুনতে পাও আমার কথা? জবাব দাও মা! জানো মা- বুকটা হঠাৎ ব্যাথায় ভরে উঠছে। চোখ দুটো আবারো ঝামেলা করছে। ঝলঝল করছে চোখ দুটো। কী করি বলতো মা?
মা- তুমি শুনতে পাচ্ছ???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।