আমাদের কথা খুঁজে নিন

   

করোনাভাইরাসে ফ্রান্সে একজনের মৃত্যু

বিবিসি জানিয়েছে, ৬৫ বছর বয়স্ক একজন ব্যক্তি মঙ্গলবার দুবাই সফরকালে হাসপাতালে মারা যায়। হাসপাতালে ওই রোগীর সঙ্গে একই কক্ষে থাকা আরেকজন এ ভাইরাস সংক্রমিত হয়েছে। গত বছর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। বিশ্বব্যাপী এ ভাইরাস আক্রান্ত হয়েছে ৪৪ জন মানুষ। যার মধ্যে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হল।


মধ্যপ্রাচ্যে সফরের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে মানবদেহে এ ভাইরাস সংক্রমণ ঘটেছে। ভাইরাসটি সংক্রমণে নিউমোনিয়া এবং শারিরীক বৈকল্য দেখা দেয়।
বেশির ভাগ রোগীই মারা যায় অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং মারা যাওয়ার ঘটনা ঘটেছে সৌদি আরব, কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত,ফ্রান্স, জার্মানি, তিউনিসিয়া এবং যুক্তরাজ্যে।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত ৪৪ জনের অর্ধেক সংখ্যক মানুষই সৌদি আরবের।

নতুন এ ভারইসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কাটাই এখন বিশ্বে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় বলে এ মাসের শুরুর দিকে এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.