আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগসমালোচনাঃ মহাকবি মাইকেল পরবর্তী যুগের সেনসেশন ওমর ফারুকের Definition About GIRL

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

মহাকবি মাইকেলের পরে নতুন ব্লগিয় সেনসেশন ওমর ফারুকের আবির্ভাবে ব্লগাকাশ এখন সাহিত্যরসে টইটুম্বুর। নারী জাতি সম্বন্ধে এক বিরল অভিজ্ঞতার চমৎকার বর্ননা ফুটে উঠেছে তার অনবদ্য এক ব্লগশিল্পে। প্রথম দেখায় যে মেয়েটিকে তার মনে হয়েছিল কোকা-কোলার বোতলের মত তাকে তিনি পুরুষের মত বীর্যশালীও দেখেছেন একই সাথে। লেখকের ভাষায়, I see a girl who is looking at me. I see him. কিন্তু প্রহেলিকার মত হারিয়ে যায় সেই ললনা; লেখক তাকে খুঁজে পায় না সপ্তাহখানেক ধরে। অকষাৎ একদিন দেখা মেলে।

বন্ধুদের কাছে মরীয়া হয়ে জানতে চায় Do you collect me her mobile number? অবশেষে পাওয়া যায় সেই ঐতিহাসিক নম্বর 01815 then 683838. এরপর কমার্স কলেজের উপর থেকে উড়ে যায় রাশি রাশি মেঘের ফ্লাইট। ওমর মেসেজ পাঠায় এবং Few minutes later I can convince him. মেয়েটির নাম টনি। অথচ বন্ধুরা বলেছিল সামরিন। লেখক হতচকিত হয়ে ওঠে। কিন্তু তার ভাল লাগতে থাকে মেয়েটিকে।

I don’t tell him nothings. টনি সম্মোহিত করে ফেলে। মোটা হোক তাতে কি আসে যায়। বন্ধুত্ব মানে বন্ধুত্বই। লেখকের উদ্ধৃতিমূলক বক্তব্য এমন, Is she fat? So what. But she is my friend. GOOD friend. I trust him. I respect him as my guardian. I believe, she always thinks my best. I get everything in my life from him but expect LOVE. She wants to be my best friend. Yes, She can. I don’t the definition about love. But I just like to see dream. My own opinion is Love and Dream both has strong relation. কিন্তু এরপরে লেখকের জটিল উপলব্ধিতে নিদারূণ সংকট উপস্থিত হয়। যে মেয়েটিকে সে বন্ধুর মতই ভালোবেসেছিল সে আসলে টনি নয়।

যে মেয়েটির নীল নয়নে লেখক হারিয়ে গেছিল সেই সামরিনই ফোনের অন্য পাশে। কিন্তু সামরিন দেখিয়ে দেয় তার আসল সরূপ, লেখক সেই দুর্বিসহ ঘটনার কথা বলেছেন এভাবে, One-day certainty she tells me I do not like to talk with you. Are you serious? Yes, I am 100% serious. Why? I am joking with you just for few days. My original name is Samrin. I have collect new friend. So please don’t call me in next. I think you are a good boy. I think you must follow my order. ওমরের জীবনে নতুন অভিজ্ঞতার চাষাবাদ চলে। ইতোমধ্যে সাইবেরিয়ান পাখিরাও উড়ে গিয়ে বসে জাহাঙ্গীরনগরের জলাভূমিতে। লেখক তা ব্যাখ্যা করতে পারেন না। কেবল বুঝতে পারেন জীবনের মানে।

তিনি বলেন, I know the definition about GIRL. অনবদ্য বর্ণনায় আর টানটান উত্তেজনাময় ভাষার গাঁথুনিতে লেখনী হয়ে উঠেছে জাতি ও ভাষার ঊর্ধ্বের এক ভয়াবহ বিষ্ফোরণমুখী যোগাযোগ। ওমর ফারুকের এই ব্লগ আমাদের কালে কালে বিমুগ্ধ করবে, জানতে সাহায্য করবে GIRL এর সরূপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।