আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নদ্বীপের রাজকন্যা

এমনি এমনি ঘুরে বেড়াই

আজ স্বপ্নকন্যার মনটা একটু ভার হয়ে ছিলো। “মা’টা যে কি না! ‘Always late’! কখনো যদি ঠিক সময়ে আসতো!” নীলদ্বীপের শেষ মাথায় ছোট্টো সবুজ টিলার উপর বসে বসে দূরে সাগরের মাঝে সূর্যটাকে ডুবে যেতে দেখছিলো আর মা’কে মনে মনে বকা দিচ্ছিলো। ডুবন্ত সূর্যের লালচে আলোয় হঠাৎ তার চোখে পরে একটি মেয়ে...যেন অজানা খুশিতে সাগর পারে হেটে বেড়াচ্ছে। স্বপ্নকন্যা ছুটে তার কাছে গেলো...মা বুঝি এসেছে। নাহ...এটা তো মা না।

মা কি কখনো তাকে একা রেখে এভাবে তীরে ঘুরে বেরাবে নাকি! “আরে! স্বপ্নকন্যা যে!” মেয়েটি কাছে এসে বললো। চোখে জগতের বিষ্ময় নিয়ে স্বপ্নকন্যা বললো , “তুমি আমাকে চেনো?” -“হুমম...চিনি তো ! অনেক ভালো করে চিনি । ” -“মা বলেছে আমার কথা?” -“হুমম...তোমার মা’র আজ আসতে একটু দেরি হবে , তাই আমাকে বলেছে উনি আসার আগ পর্যন্ত যেন আমি তোমার কাছে থাকি” “আরো দেরি!!” কপালে হাত দিয়ে স্বপ্নকন্যা বললো, “আম্মু টা না!” “আর তুমিও তো...এসে একা একা এখানে ঘুরে বেরাচ্ছো। আমাকে আগে বলবে না...যে আম্মুর আসতে দেরি হবে!” ওর পাকামো দেখে রিনরিনে শব্দে হেসে উঠলো মেয়েটা। পরে মুখে একটা গাম্ভীর্যের ভাব এনে বললো, “হুমম...বেশ irresponsible এর মত কাজ করে ফেললাম একটা! I’m really very SORRY!” -“It’s OK!” বলে স্বপ্নকন্যা আপন মনে হেটে চলে যাচ্ছিলো... হঠাৎ পিছন ঘুরে আবার দৌড়ে এসে মেয়েটির হাত ধরে বলে... “আই! তোমার নাম তো বললে না? কোথায় থাক তুমি? আর আমার আম্মুকেই বা পেলে কোথায়?” মেয়েটি স্বপ্নকন্যার সামনে হাটু গেরে বসে ওর ছোট্টো চিবুকটা তুলে ধরে বললো - “তোমার আম্মুকে কিভাবে চিনি...সেটা আরেকদিন বলি?আগে আমি যেখানে থাকি সেখানকার কথা বলি...... রঙ-বেরঙ এর স্বপ্ন যেথায় রামধনুকের পথ বেয়ে এদিক-সেদিক ছড়িয়ে পড়ে রাঙ্গিয়ে দিয়ে চারিদিক সে দ্বীপ আমার স্বপ্নদ্বীপ।

রাতে আকাশের তারায় তারায়, ভোরের রবির লালচে আভায় কখনো বা ভরা জোছনায় আলোকের পথ পারি দিয়ে ‘নতুন খুশি’ মন ছুয়ে যায়। নীলচে-সবুজ ঝর্না ধারায় ‘কষ্টেরা’ সব ধুয়ে চলে যায় ‘ইচ্ছে’রা সব ডানা মেলে মেঘের ওপর পাড়ি জমায়। দূর পাহাড়ের সবুজ চূড়ায় ‘বাঁধনভাঙ্গা মনের আশা’ দূঃসাহসে ছুটে বেড়ায়। গভীর রাতের অন্ধকারও অন্যরকম ভাল লাগে আমি জাগি তাই বলে কি আমার সাথে রাতও জাগে? দু’হাত মেলে দাড়াই যখন আদিগন্ত মাঠের মাঝে মাতাল সুরে মিষ্টি হাওয়া দোল দিয়ে যায় আমার চুলে। হাজার-শতেক কষ্ট যখন বিষিয়ে তোলে জীবনটাকে চুপি চুপি বেরিয়ে এসো আমার ছোট্টো স্বপ্নদ্বীপে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.