বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
এটি সম্ভবতঃ ট্যাক্স অফিসের একটি সিল। সরকারী সিল। গতকাল একটি কর সার্টিফিকেটে এই সিলটি দেখলাম।
কিন্তু খটকা লাগলো, সিলের মাঝখানে নকশাটি দেখে।
বুঝতে খুব কষ্ট হচ্ছে আসলে নকশাটি কিসের। হ্যাঁ ওটা একটা ম্যাপের নকশা। তবে এখন প্রশ্ন আসে কোন দেশের ম্যাপ?
ওটা বাংলাদেশের ম্যাপ। কিন্তু বাংলাদেশের ম্যাপ কি এইরকম? আকার পরিবর্তন হতে হতে একেবারে গোল হয়ে যাচ্ছে। আর চারপাশের লেখাগুলোও অস্পষ্ট।
তেমন কিছুই বোঝা যাচ্ছে না।
আজকাল অনেক আধূনিক টেকনোলজি বের হয়েছে সিল বানানোর ক্ষেত্রে। আগে তো ম্যানুয়ালী এগুলো তৈরী হতো অক্ষর কেটে আর ধারালো কিছু দিয়ে রাবারের উপর কেটে কেটে নকশা তৈরী করা হতো।
এখন কম্পিউটারে ডিজাইন করে সেটাকে পরে রাবার ষ্ট্যাপ বানানো হয়। সেটার পার্ফেক্টশনও বেশী হয়।
তবে এসব রাষ্ট্রীয় ক্ষেত্রে কি একটু যন্ত সহকারে জিনিস গুলো তৈরী করা যায় না? যেগুলো অনেক অর্থ বহন করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।