আমাদের কথা খুঁজে নিন

   

কঁাকন

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

(এই কঁাকন হইলো আমাগো ব্লগের কঁাকন। উনারে লইয়া একটা খভিতা) মাইনাচ প্রদানের উওম সুযোগ দেয়া হইলো স্বপ্নের ফেরিওয়ালা কঁাকন খালি খুজে স্বপন!!! প্রোফাইলে দিছে একটা ছবি মনে হয় তিনি বিয়াতি। marchent of dream হেডিং দেইক্যা আমি একটু অবাক আর কুনু কাম নাই উনার এটাই সত্য মনে হয়। গান নিয়া পোষ্ট দেয় বাপ্পা মজুমদাররে ভালা ফায় এই যাবত যা দিছে গান বাপ্পাই তার প্রাণ। উনার জীবনে ১৪ আনাই বৃথা শুধাই তারে কি তার বেদনা? রাস্তা ঘাটে চলতে গিয়া অনেক বিপদ ঘটায় নিরীহ সাইকেল আরোহীরে পুকুরে ফালায়। খভিতা উনি ভালা ফায় সুনীল গঙ্গোপাধ্যায় সাহেবরে বেশি জ্বালায়, উনার পোষ্ট(সুনীল গঙ্গোপাধ্যায়) নিজের ব্লগে ব্লগায়!!! সম্প্রতি লিখছেন তেনি 'তুমি, তুমি এবং তুমিময় কবিতা' এটা একটা জঘন্য খভিতা। আর কিছু বলার নাই ভুল ত্রুটি ক্ষমা চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।