আমাদের কথা খুঁজে নিন

   

টুকুন ও খুকি

আশায় আছি একদিন সবাই সত্যকেই, শুধু সত্যকেই বিশ্বাস করবে

ওমা তুই এখানে আর আমি তোকে ঘর-দোর করে সারা বাড়ি খুঁজি। কেন খুঁজছ আমায় মাসি কথা কি বলবে পরে বলো আমার টুকুনের যে বিয়ে। তুমিও বস না এসেছো যখন একটু খেয়ে যাও মাছ-ভাত ডাল। টুকুনের বিয়ে দিচ্ছিস কি আজ যে তোর বিয়ে ছুড়ি। কি যে বল মাসি আমার হাসি পায়।

টুকুনের বর না মাসি মস্ত বড় লোক। ঘর আছে দোর আছে পুকুর সমেত বাগান বাড়ি। এই বেলা ওঠ নেয়ে নে এ'খন চল দেখি যাই বেলা পড়ে গেল। তুমিও না মাসি কেমন যেন ছাড়তো দেখি আমায় টুকুন কেদে উঠে। খুকির বিয়ে হয় সবার কান্না দেখে খুকির হাসি পায় কেন কাদে ওরা।

বরেব হাত ধরে যাবার বেলা বলে মাসি আমার টুকুন রইল দেখো একটু ওরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।